1. salmankoeas@gmail.com : admin :
বর্ণাঢ্য আয়োজন পটুয়াখালী ভার্সিটিতে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।। - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
মৌলভীবাজারে রোজাদার পথচারিদের মাঝে তারেক রহমানের উপহার বিতরণ করলেন নাসের রহমান। মাদক চোরাকারবারির প্রতিবাদ করায় সাংবাদিক দম্পতির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ডিমলায় তিস্তার বালুমহাল খুলে দেওয়া জন্য মানববন্ধন মাধবপুরে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের পাশে দাঁড়ালো ছাত্ররা! পুলিশ হেফাজত থেকে পালানো জালাল র‌্যাবের হাতে আটক রাস্তা দখল নিয়ে সাংবাদিকদের বক্তব্য দেয়ায় সন্ত্রাসীদের হামলার শিকার সেই শিশু! চিরিবন্দরে এলাকায় বিয়ের ৩ দিন পর গৃহবধূকে হত্যা কাজিপুরে অটোরিক্সা চালক খু/ন পটুয়াখালী ভার্সিটিতে, জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের দোয়া ও ইফতার মাহফিল।। বড়লেখায় ধর্ষণের শিকার শিশুটির পাশে নাসের রহমান

বর্ণাঢ্য আয়োজন পটুয়াখালী ভার্সিটিতে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।।

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১ Time View

বর্ণাঢ্য আয়োজন পটুয়াখালী ভার্সিটিতে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।।
দুমকি ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি :
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) কর্মসূচি অনুযায়ী সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রশাসন ভবনের সামনে সমবেত হন। সকাল সাড়ে ৮টায় প্রশাসনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন এবং পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

এসময় উপাচার্যের সাথে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আবদুল লতিফ এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন উপস্থিত ছিলেন । পরে সকাল ৮টা ৪৫ মি. দিবসটি উপলক্ষে কেক কেটে সেখান থেকে উপাচার্যের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপাচার্যের সাথে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন ।

সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টার ও টিএসসির সামনে বৃক্ষ রোপন কর্মসূচি ও রক্তদান কর্মসূচী পালন করা হয়। সকাল ১০টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ এর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান । আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আবদুল লতিফ এবং বিশ্ববিদ্যালয় উদযাপন কমিটির কনভেনর অধ্যাপক ড. মোঃ মাহবুব রব্বানী ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড এর মেম্বার অধ্যাপক ড. মো: হাবিবুর রহমান, আইন ও ভুমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোঃ জামাল হোসেন, সিনিয়র অধ্যাপক ড. মোঃ হামিদুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ডেপুটি রেজিস্ট্রার হাছিব মোঃ তুষার, আবুবকর ছিদ্দিক, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ, সহকারী রেজিস্ট্রার মো: লোকমান হোসেন মিঠু, শিক্ষার্থী জনি, জান্নাতিন নাইম জীবন এবং তানভীর আহমেদ খান, কর্মচারী মো: মোশারেফ হোসেন এবং মো: মাহবুবুর রহমান। অনুষদসমুহের ডিন, সিন্ডিকেট সদস্য, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট পরিচালক, দুমকি থানার অফিসার ইনচার্জ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ছিলেন।

উপ উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসে আমরা ২২ বছর অতিক্রম করে আজ ২৩ বছরে পদার্পন করছি। জ্ঞানকে শানিত করার উদ্দেশ্যেই এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা প্রশাসনের দায়িত্ব পাওয়ার পর থেকেই চেষ্টা করছি এই বিশ্ববিদ্যালয়ের গুণগত মান বৃদ্ধির মাধ্যমে এগিয়ে যাওয়ার।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, যাদের অর্থের বিনিময়ে, শ্রম ও ঘামের বিনিময়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে তাদের প্রতি আমরা সম্মান জানাচ্ছি। প্রতিষ্ঠাকালে তারা স্বপ্ন দেখেছিলেন একটি মানবিক, উন্নত শিক্ষা ও গবেষণামুখী এবং সংস্কৃতিবান্ধব একটি বিশ্ববিদ্যালয়ের। আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ের সেই স্বপ্ন পূরণ হোক। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয় থেকে দক্ষ জনশক্তি গড়ে উঠুক এবং তারা দেশ ও বিশ্ব গড়ার কাজে নিয়োজিত হোক।’

বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল, হাঁড়ি ভাঙ্গা, হাস মুরগী হুলস্থুল ও রশি টানাটানি খেলা। বিকাল ৩ টায় টিএসসির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় অর্জন শীর্ষক বৈজ্ঞানিক উপস্থাপনা।

সন্ধ্যা সাড়ে ৬ টা কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
দিবসটি উদযাপন উপলক্ষে প্রশাসন ভবন, কেরামত আলী হল, বিজয় ২৪, বিজয় ৩৬, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল, শহীদ জিয়াউর রহমান হল-১ ও -২, কবি সুফিয়া কামাল হল, লাইব্রেরি, সকল অনুষদের একাডেমিক ভবন সমুহ, ছাত্র-শিক্ষক কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কসমূহে গত দুই দিন আগেই আলোকসজ্জা করা হয়। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে তোরণ নির্মাণ এবং রোড ডিভাইডার ও আইল্যান্ডসমূহে সাজসজ্জা করা হয়।।#

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com