নন্দীগ্রামে শীতার্ত মানুষের মাঝে প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে প্রেসক্লাবের ৩৩ বর্ষপূর্তির কর্মসূচির শেষদিনও শীতার্ত দরিদ্র নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে বামনগ্রাম বধ্যভূমি এলাকার দামগাড়া মির্জাপুর বাজারে শীতবস্ত্র বিতরণ করেন নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া। সপ্তাহব্যাপী মানবিক কর্মসূচির মাধ্যমে পাঁচ শতাধিক দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে সাংবাদিকরা।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল, রাসেল মাহমুদ, বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নেহাল, সাংবাদিক তানসেন আলী মন্টু, সালমির ইসলাম, রাসেল হোসেন, সমাজ সেবক আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম, ইয়াসিন আলী প্রমূখ।