বকশীগঞ্জে ৩ কেজি গাঁজা সহ দুই জন আটক
মোঃ সাগর আলী জেলা প্রতিনিধি
জামালপুরে দেওয়ানগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর অভিযানে ৩ কেজি গাঁজা সহ ২ জন আটক ।সোমবার মধ্যরাতে বকশীগঞ্জ উপজেলার বাট্রাজোর ইউনিয়নের পানাতিয়াপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর অভিযানে পানাতিয়াপাড়া গ্রামের মৃত আজিদ মিয়ার ছেলে ফজলুর রহমান (৫০) এবং ইসলামপুর উপজেলার সভারচর এলাকার মৃত আবুল হোসেন ছেলে শহিদুল (৩৮) কে ০৩ কেজি অবৈধ মাদক গাঁজা সহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজারজাত মূল্য আনুমানিক দুই লক্ষ দশহাজার টাকা।
জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, মঙ্গলবার দুপুরে আসামীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।