ক্রাইমসিন নিউজ ডেক্স :
হবিগঞ্জের মাধবপুর থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মোবাইল ব্যবসায়ীর দোকান লুট ও চাঁদাবাজির অভিযোগের সংবাদ দৈনিক ক্রাইমসিন সহ কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশের পর অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে ক্লোসড করা হয়েছে।
গত ২৫ জুলাই বিকেলে মাধবপুর উপজেলার জগদীশপুর বাজারের আলী আহমদ আলতাবের মালিকানাধীন জান্নাত টেলিকম থেকে মোবাইল লুট ও এক লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠে মাধবপুর থানার এসআই দ্বীন মোহাম্মদ ও এএসআই আব্দুল হাকিম এর বিরুদ্ধে।
আরওপড়ুন …
বিষয়টি ২৭ জুলাই সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর ওইদিন রাতে হবিগঞ্জের পুলিশ সুপার মো: আক্তার হোসেন এর নির্দেশে অভিযোক্ত দুই পুলিশ কর্মকর্তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে ক্লোসড করা হয়। হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
ডি সি এস / কে . এ.এস