হবিগঞ্জে লিফলেট বিতরণের সময় আ. লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জে দলীয় লিফলেট বিতরণের সময় মোহাম্মদ শামীম আহমেদ নামের এক আওয়ামী লীগ নেতাকে মারধরের করে পুলিশে দিয়েছে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্রনেতারা। গতকাল শনিবার রাতে শহরের উত্তর শ্যামলী এলাকায় এই ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে শহরের উত্তর শ্যামলী এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের ছেলে ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শামীম আহমেদ দলীয় লিফলেট বিতরণ করছিলেন। এ সময় বিএনপি নেতা লুৎফুর রহমান, যুবদল নেতা হেলালুর রহমান তুর্কি, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রাসেল, রিয়াজ, মাহফুজসহ বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশে সোপর্দ করেন।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com