সিংড়ায় সার ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা
তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার
নাটোরের সিংড়ায় সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে সার ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভাম্যমান আদালত।
রবিবার দুপুরে যৌথ বাহিনীর অভিযানে সিংড়া বাজারের হেনা ট্রেডার্স এর স্বত্বাধিকারীন আবুবকর সিদ্দিক হেনাকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এসয়ম উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ জানান, চলনবিল এলাকা কৃষি প্রধান এলাকা। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বাজারে বিশৃঙ্খলা করছে। এই অভিযোগে বাজারে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com