লাখাই থানার মামলায় আলহাজ্ব জিকে গউছ সহ ৫৩ জন নেতাকর্মী খালাস
লাখাই প্রতিনিধি।
শেখ হাসিনার সরকারের আমলে সারাদেশে গায়েবি মামলা সহ বিভিন্ন মামলায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হবিগঞ্জের লাখাই থানার পুলিশের পৃথক পৃথক দায়েরকৃত ২ টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল।
এই গায়েবী মিথ্যা মামলা থেকে খালাস পেলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগ কারী মেয়র আলহাজ্ব জি কে গউছ সহ ৫৩ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
এ মামলায় বিষয়টি নিশ্চিত করে এডভোকেট আয়াতুল ইসলাম বলেন
২০২২ সালের লাখাই উপজেলার একটি কাল্পনিক ঘটনা দিয়ে প্রিয় নেতা আলহাজ্ব জি কে গউছ ভাই সহ ৫৩ জন আসামি করে মামলা দায়ের করে। প্রিয় নেতা তাঁর মামলাটি পরিচালনার দায়িত্ব আমাকে দিয়েছিলেন ।আমি দায়িত্ব পালন করে, বৃহস্পতিবার ৩০ জানুয়ারি হবিগঞ্জ জেলা দায়রা জজ আদালত থেকে মামলাটি খালাস করেছেন