লাখাই প্রতিনিধি।। হাওড় বেষ্টিত উপজেলাগুলোর মধ্যে হবিগঞ্জের লাখাই উপজেলা একটি অন্যতম নাম। বোরো ধান আবাদের উপর অধিকাংশ জনগনের জীবিকা নির্ভরশীল।চলতি বোরো মৌসুমে কৃষিবিভাগের মাঠপর্যায়ে মনিটরিং জোরদার হওয়ায় বিভিন্ন বাজারে সার পর্যাপ্ত হলেও মূল্যের দিক থেকে কৃষকদের গুনতে হচ্ছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক হারে । বুল্লাবাজার , বামৈ মোড়াকরি ও লাখাই বাজার ঘুরে দেখা যায় মূল্য তালিকায় প্রতি বস্তা ইউরিয়ার দাম ১৩৫০টাকা হলেও বিক্রয় হচ্ছে ১৪০০ টাকা পর্যন্ত,ডিএপি সার ১০৫০ টাকার স্থলে ১২৫০ টিএসপি ১৩৫০ টাকার স্থলে ১৫০০ টাকা এবং এমওপি ১০০০ টাকা না নিয়ে বিক্রয় করছে ১১৫০ টাকা পর্যন্ত।
বিসিআইসি ডিলারগন খুচড়া বিক্রেতাদের সবাইকে সার দিচ্ছে না কিছু সার তারা কালোবাজারে কৃষকের কাছে বিক্রয় করছেন বলেও নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতাদের অভিযোগ আছে। বিসিআইসি লাখাই বাজারের ডিলার সুনিল দেবনাথ সহ অভিমত তাদের কাছ থেকে খুচরা বিক্রেতারা সারাবছর সার নেয় না যখন চাহিদা হয় তখন নিতে চায় । এ প্রশ্নে খুচরা বিক্রেতারা ও বলেন বিসিআইসির ডিলাররাও সারা বছর সার উত্তোলন করেনা বরং ফ্যক্টরী ও শায়েস্তাগঞ্জ গেটেই সার বিক্রি করে চলে আসে কর্তৃপক্ষও এ বিষয়টি দেখে না। অতিরিক্ত দামে সার বিক্রয় করলেও ডিলাররা বা খুচরা বিক্রেতা কেউই কৃষকদের বিক্রয় রশিদ দেয় না । কৃষকরা রশিদ চাইলে তাদের কাছে হার বিক্রয় করেনা । কৃষি বিভাগ বিষয়টি কিভাবে দেখবেন?
লাখাই উপজেলার স্বজন গ্রামের কৃষক বাতেন মিয়া বলেন, আমি ধান চাষাবাদ করি। এখন ইউরিয়া সারের বস্তা ১৩৭০ দামে কিনেছি। বাজারে বীজ ও কীটনাশকের দাম বেশি। শ্রমিকের দাম বেশি। অনেকেই আরো বেশি দাম দিয়ে সার এনেছে।
একই এলাকার আনজব আলী বলেন, নতুন করে সারের দাম বাড়ায় এক কের জমি আবাদ করতে খরচ বাড়বে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা এ নিয়ে দুশ্চিন্তায় আছি।সারের দাম বৃদ্ধি নিয়ে শিক্ষক রইছ উদ্দিন বলেন, সারের মূল্য বৃদ্ধি কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
লাখাই বাজারের ডিলার সুনীল দেবনাথ বলেন ইউরিয়া সার প্রতি ১৩৫০ বস্তা দরে সাব ডিলার কে দিচ্ছি তারা নিয়ে ২০/৩০ টাকা নিবে।
এ ব্যাপারে লাখাই উপজেলা কৃষি অফিসার মাহমুদুর রহমান মিজান বলেন ১৩৫০ টাকা বস্তা নেওয়ার কথা, বেশী নেবে কেন আমি বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহন করব।
লাখাই উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা বলেন এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার এর সাথে কথা বলবো।