নিজস্ব প্রতিনিধ।।
হবিগঞ্জের লাখাই উপজেলায় ধলেশ্বরী নদীর দখলকে কেন্দ্র করে সোমবার ৩ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় একদল লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তিনটি ঘর আগুন জ্বালিয়ে দেয় ও নৌকা জাল সহ মালামাল প্রকাশ্যে লুট করে নিয়ে যায়।
জানা যায় লাখাই উপজেলার স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের সংলগ্ন ধলেশ্বরী নদী রক্ষা জেলেরা থাকা খাওয়া ও মাছ বিক্রি করার জন্য তিনটি ঘর ও কয়েকটি নৌকা জাল নগদ সহ সরঞ্জাম ছিল নদীর ইজারাদার ,, কৃষ্ণ দাস, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ রুপন, কামাল মিয়া, নরুল হক মিয়া পক্ষের অপর পক্ষ লাখাই ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী, লাখাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, বিএনপি’র নামধারী ফিরোজ মিয়া, মিন্টু লাল দাস জিলু মিয়া, আওয়ামী লীগ নেতা হারিস মিয়া, লাখাই ইউনিয়ন , আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আকবার, নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে স্বজন গ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের সংলগ্নে ধলেশ্বরী নদীর পাড়ে তিনটি ঘরে হামলা চালিয়ে প্রায় এক ঘন্টার সময় লুটপাট করে পরে আগুন ধরিয়ে দেয়, নদীর পাড়ে পুলিশ সহ শত শত লোকজন দাঁড়িয়ে দেখেছে। দিন দুপুরে এমন লুটপাট আগুনে সাধারণ মানুষ আতংকিত।
স্থানীয় লোকজন জানান এনামুল হক চৌধুরী শিবপুরে লঞ্চ ডাকাতি সহ কয়েকটি মামলার আসামী, ডাকাতি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। অগ্নি কান্ড লুটপাট এনামুল হক চৌধুরী নেতৃত্ব হয়েছে সে সাথে থেকে করেছে বলে অভিযোগ উঠেছে।
লাখাই গ্রামের কয়েকজন লোক জানায় বিএনপি নেতা বাচ্ছু মিয়া লাখাই তহসিলদারের মোটরসাইকেল চুরি করে ছিল, এ সব লোকজন এই এলাকায় মারামারি দাংঙ্গা তৈরি করছে।
স্বজন গ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নান্নু মিয়া বলেন আমরা সব দেখেছি সেখানে কাঁদা মাটি সেখানে আমরা ৭/৮ জন পুলিশ গিয়ে কি করব।
লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহাম্মদ রুপন বলেন হঠাৎ করে সন্ত্রাসী হামলা চালিয়ে ঘর লুটপাট করে ঘরে আগুন লাগিয়ে দেয়, তিনি আরো বলেন ঘর পুড়া নৌকা জাল নগদ টাকা সহ ৩০ থেকে ৩৫ লক্ষ ক্ষতি লুটপাট করেছে।
লাখাই থানার ওসি বন্দে আলী জানান, স্বজন গ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ দেখেছে, আমি ঘটনাস্থলে আসে দেখি লোকজন চলে যাচ্ছে, নৌকা জাল লুটপাট করে নিয়েছে। তিনি আরো বলেন নদীর পাড়ে ঘরে আগুন দিয়েছে এতে প্রায় ১০ লক্ষ টাকার মত ক্ষয় ক্ষতি হয়েছে। পুলিশ মোতায়েন রয়েছে।