ক্রাইমসিন নিউজ ডেক্স :
‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে হবিগঞ্জের লাখাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুলকে রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার গ্রেপ্তার করেছে পুলিশ।,
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানা ও লাখাই থানার পুলিশ লাখাই উপজেলার বামৈ বাজারে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুলকে গ্রেপ্তার করে। তিনি লাখাই উপজেলার কাটিয়ারা গ্রামের আব্দুল মান্নানের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, হবিগঞ্জ সদর থানা ও লাখাই থানার পুলিশের যৌথ অভিযানে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হবিগঞ্জ শহরে গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা থানার সামনে গেলে দুলদুলসহ আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করেন। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com