রাস্তা দখল নিয়ে সাংবাদিকদের বক্তব্য দেয়ায় সন্ত্রাসীদের হামলার শিকার সেই শিশু!
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে সরকারি রাস্তা বেড়া দিয়ে বন্ধ করার প্রতিবাদে এক শিশু শিক্ষার্থী সাংবাদিকের সামনে বক্তব্য দেয়ায় জেরে সে ও তার পরিবার লোকজন হামলার শিকার হয়েছে।
গত সোমবার (১০ মার্চ) সকালে ওই হামলার ঘটনা ঘটে। বর্তমানে ওই শিশু ও তার পরিবারের লোকজন হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হামলার শিকার ওই শিশুর নাম শেখ মোঃ শাফি(১০)। সে উপজেলার আন্দিঊড়া ইউপি আন্দিউড়া গ্রামের সোহেল মিয়ার ছেলে।সাফি আন্দিউড়া উমেতুন্নেসা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ফার্স্টবয়।
জানা যায়,সম্প্রতি তাদের বাড়ির সামনে রাস্তা দখলের প্রতিবাদে সাংবাদিকদের সামনে বক্তব্য দেয় শাফি।পরে স্থানীয় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে রাস্তার ওই প্রতিবন্ধকতা অপসারণও করা হয়।কিন্তু ওই শিশুর বক্তব্যে রাস্তা দখলকারী দুর্বৃত্তদের মান সম্মানের হানি হয়েছে এই জেরে তার ও তার পরিবারের লোকজনের উপর হামলা করা হয়েছে।রাস্তাটি উদ্ধারের জন্যে শাফির পিতা সোহেল মিয়া ইউএনও ও জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদনও করে ছিলেন।এসব ঘটনায় শাফির পরিবার অত্যন্ত কঠিন সময় পার করছে।
এদিকে শাফির পরিবার যাতে মামলা দায়ের না করে এজন্যও দুর্বৃত্তরা তাদের ভয়-ভীতি ও দেখাচ্ছে। বর্তমানে তারা দুর্বৃত্তদের কারনে তাদের বাড়িতে ভিড়তে পারছেন না।
শাফির পিতা সোহেল মিয়ার অভিযোগ,স্থানীয় এক গৃহিণী রিনা বেগম ও জুম্মন মিয়া গং তাদের উপর হামলা করেছে।তার ছেলের শাফি সম্প্রতি সাংবাদিকদের কাছে রাস্তা দখল নিয়ে বক্তব্য দেয়।ওরা সরকারি রাস্তা ও জায়গা দখল করেছে। সেটি উদ্ধারে জনস্বার্থে আমি প্রাশাসনের কাছে আবেদন দিলে তারা আমাদের উপর হামলা করে।আমরা এর সঠিক বিচার চাই।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত রিনা বেগমকে একাধিক ফোনে ফোন দেয়া হলেও তাকে পাওয়া যায়নি।
মাধবপুর থানার এসআই শাহ আলম বলেন,এসব বিষয়ে দেখার এত সময় এমন নেই। ওই ছেলে ও তার পিতা সোহেল সাংবাদিকের সামনে এসব কথা বলতে যায় কেন।পুলিশেরই এখন নিরাপত্তা নেই তাদের নিরাপত্তাকে কে দেবে।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।বিষয়টি খতিয়ে দেখা হবে।এদেরআদালতে মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।
ছবি:সন্ত্রাসীদের হামলার শিকার শিশু শেখ মোঃশাফি
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com