মাধবপুর উপজেলা প্রতিনিধি :
সাত বছর আগে তৎকালীন সংসদ সদস্য বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী প্রভাব খাটিয়ে মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে তার বাবা মাওলানা আছাদ আলী ডিগ্রি কলেজ করেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ দেখা দিলেও তারা প্রতিবাদ করেননি।
৫ আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তন হলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা কলেজের নাম-পরিবর্তন করে পূর্বের নাম সৈয়দ সঈদ উদ্দিন নামকরণের দাবি করে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেন।
কলেজের শিক্ষকরা জানান, মাধবপুরে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ে গ্রামীণ এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে মাধবপুর উপজেলা শহরের উত্তর পাশে ব্রিটিশবিরোধী আন্দোলনের রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনীতিজ্ঞ প্রাদেশিক পরিষদ সদস্য সৈয়দ সঈদ উদ্দিনের নামে একটি কলেজ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার শুরুতে কলেজের কোনো অবকাঠামো ছিল না। শিক্ষকদের বেতনসহ নানান আর্থিক দৈন্যদশা দেখা দেয়। পরে সৈয়দ সঈদ উদ্দিনের ছেলে ও নাতিরা ‘সায়হাম শিল্প পরিবার’-এর মাধ্যমে কলেজের অবকাঠামোসহ অ্যাকাডেমিক ভবন, সীমানা প্রাচীর, শিক্ষকদের বেতন ও যাবতীয় ব্যয়ভার বহন করেন।
কলেজটি জাতীয়করণ হওয়ার পর অনার্স-মাস্টার্স ডিগ্রি চালু হয়।
২০১৭ সালের দিকে হঠাৎ করে এর নাম রাখা হয় মাওলানা আছাদ আলী ডিগ্রি কলেজ। তখন রাজনৈতিক প্রভাব দেখিয়ে বিমান প্রতিমন্ত্রীর বাবার নামে কলেজের নামকরণ করা হয়। সর্বজন গ্রহণযোগ্য শিক্ষাবিদ সৈয়দ সঈদ উদ্দিনের নাম মুছে ফেলায় মাধবপুরজুড়ে মানুষ প্রতিবাদমুখর হয়ে ওঠে।
কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মোজাম্মেল হক জানান, হঠাৎ করে কলেজের নাম পরিবর্তন করে ফেলায় হাজার হাজার শিক্ষার্থী সনদ নিয়ে জঠিলতার মধ্যে পড়েন। এখন পূর্বের নামে কলেজের নামকরণ করায় শিক্ষার্থীরা অনেক খুশি।
কলেজের শিক্ষক অধ্যাপক মিজানুর রহমান জানান, বিজয়ের মাসে সত্যের জয় হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজের নাম এখন আগের নামে বহাল রেখেছে। এতে সবাই খুশি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই শিকদার সরকার বলেন, গত সিন্ডিকেট সভায় মাওলানা আছাদ আলী কলেজের নাম বাদ দিয়ে এখন আগের নাম সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের নাম বহাল রেখে সার্কুলার জারি করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com