মাধবপুর উপজেলা প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলার ধর্মঘর এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রয়ের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে অবৈধ মাটি বহনকারী ট্রাক আটকে গণমাধ্যম কর্মীদের সাথে যোগাযোগ করলে গণমাধ্যম কর্মীরা নিকটস্থ ভূমি অফিসে যোগাযোগ করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তড়িৎ গতিতে মনতলা ভূমি অফিসের তহশিলদারকে ঘটনাস্থলে প্রেরণ করেন।এসময় সহযোগিতা করে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির একটি টিম।
ঘটনার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মো: আরফাতুল মিয়া(২৬) কে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে বালু মহাল আইনের ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা, অনাধায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এধরনের অভিযান চলমান থাকবে।