ক্রাইমসিন নিউজ ডেক্স :
২৫শে ফেব্রয়ারী রোজ মঙ্গলবার বিকাল তিন ঘটিকার সময় বহরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে খেলাফত মজলিস বহরা ইউনিয়ন শাখার উদ্যোগে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়।
খেলাফত মজলিস মাধবপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হযরত মাওলানা মাহবুবুল করিম এর সভাপতিত্বে, খেলাফত মজলিস মাধবপুর পৌর শাখার সেক্রেটার মোঃ শাহিন মিয়ার সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, খেলাফত মজলিসের মুহতারাম মহাসচিব ডঃ আহমদ আব্দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটার এডভোকেট সারওয়ার রহমান চৌধুরী, খেলাফত মজলিস হবিগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ফিরোজুল ইসলাম চৌধুরী, আরো বক্তব্য প্রদান করেন, মোহাম্মদ ইউনুছ মিয়া, মোহাম্মদ আমির আলী, কারী মাওলানা নাজমুল হাসান, হযরত মাওলানা বেলাল হোসেন, হাফেজ আবুল বাশার, মাওলানা তাজুল ইসলাম, মোঃ আফতাব উদ্দিন, প্রমুখ,
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনাব মুজিবুর রহমান বাহার সদস্য খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখা। মুনাজাত পরিচালনা করেন খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা শাহ গিয়াস উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন”
বিভেদ নয় ঐক্য কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে, তাহলেই দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে, আর ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হলেই মানুষের জানমাল ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত হবে। মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। সুদ ঘুষ ও দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠনের জন্যে আদর্শবান নেতাকে হিসেবে খেলাফত মজলিসের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করলে অত্র এলাকার উন্নয়নের জন্য কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।