মাধবপুরে জেলা মৎসজীবিলীগের আহবায়ক গ্রেফতার
মাধবপুর( হবিগঞ্জ) সংবাদদাতাঃ
হবিগঞ্জ মাধবপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে জেলা মৎসজীবিলীগের আহবায়ক এস এম জুয়েলকে গ্রেফতার করেছে।সোমবার ( ১০ মার্চ) দুপুরে উপজেলার শাহজিবাজার অলিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে মাধবপুর থানায় হস্তান্তর করেছে।এস এম জুয়েল উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের এমএম সেলিম মিয়ার ছেলে।মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান,আটক জুয়েলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে।সেনাবাহিনী তাকে আটক মাধবপুর থানায় সোপর্দ করেছে।তার বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।