মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে জুলাই অভ্যুত্থানে
নিহত শহীদ পরিবারের পাশে ঈদ উপহার ও ইফতার সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে ছাত্ররা!
২১ জুলাই সাভারে পুলিশে গুলিতে নিহত হন শামীম মিয়া।তার বাড়ি উপজেলার ছাতিয়াইন ইউপির শিমুলঘর গ্রামে।শহীদ শামীম মিয়া নিসন্তান।তার পরিবারের আর্থিক অবস্থাও ভালো নয়।
মঙ্গলবার (১১মার্চ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের একটি টিম ওই শহীদ পরিবারের কাছে ইফতার ও ঈদ উপহার পৌঁছে দেন।
তখন উপস্থিত ছিলেন-জাতীয় নাগরিক কমিটির মাধবপুর উপজেলা প্রতিনিধি সাঈদ বুরহান উদ্দিন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব সিরাজুল ইসলাম তানজিল,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার ১ম সংগঠক সৈয়দ মুহা. মাহদী হাসান ও বৈছাআর মাধবপুর উপজেলা প্রতিনিধি টিআর রিয়াজ।পরিবারের পক্ষে শহীদ শামীমের চাচা শেখ মোহাম্মদ মৌলু মিয়া তাদের উপহার গ্রহণ করে। সেসময় পরিবারটির পাশে সবসময় থাকার আশ্বাসও দেয় সেই ছাত্ররা।
এ বিষয়ে মাধবপুরের ইউএনও জাহিদ বিন কাসেম জানান,ছাত্রনেতারা খুব ভালো কাজ করেছে।এই কাজের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি।জুলাইয়ের চেতনাকে আমাদের সবার ধারন করতে হবে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com