ক্রাইমসিন নিউজ ডেক্স :
ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার সম্মেলন ও নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৬ ফ্রেব্রুয়ারী) দুপুরে মাধবপুরে নবাব বাড়ি নামের এক রেস্টুরেন্টে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
মাওলানা মাসুম বিল্লাহ খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মহিব উদ্দিন আহমদ সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব শামছুল হুদা, সহ-সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহবুবুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান লিটন, ছাত্র ও যুব সম্পাদক মুহাম্মদ আবুল কালাম, সদস্য মুহাম্মদ আব্দুল কাইয়ুম ও ইসলামী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এম. জাহেদুর রহমান।
এসময় বক্তারা বলেন, দেশে যে সমস্ত সহিংসতা চালাচ্ছে সেই সমস্ত দলের থেকে আমাদের আন্দোলন ভিন্ন। আমরা ইসলামের কথা অনুযায়ী দল পরিচালনা করি। আগামীতে চরমোনাই পীর সাহেবের দলকে আমরা শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
এরপূর্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষনা ও শপথবাক্য পাঠ করা হয়।
৩৫ জন বিশিষ্ট নতুন কমিটিতে রয়েছেন, সভাপতি মাও: মুফতি সোলাইমান গাজী,সাধারন সম্পাদক নাজমুল হাসান মুজাহিদী,সাংগঠনিক সম্পাদক আলী আকবর আল হোসাইনী প্রমুখ।