মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ
আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ষোল বছর
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মূর্তিমান আতংকের নাম ছিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মো: মুসলিম এর বড় ছেলে শাহ্ মো: তুষারের নামে গড়ে উঠা তুষার বাহিনী। বিভিন্ন অপকর্মের পাশাপাশি তুষার বাহিনী মাধবপুর তিতিল ডট নামে এককভাবে নিয়ন্ত্রণ করেছে মাধবপুরের ইন্টারনেট ব্যাবসা। অনুসন্ধানে জানা যায়, শুধুমাত্র মাধবপুর পৌরসভায় ইন্টারনেট ব্যবসার অনুমোদন নিয়ে প্রভাব খাটিয়ে কয়েকটি উপজেলায় ইন্টারনেট ব্যাবসা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি শাহ্ মো: রিয়াদ তুষার । অনেকেই কয়েকটি ইন্টারনেট কোম্পানির নিকট থেকে এসব এলাকায় ব্যাবসা করার জন্য অনুমোদন আনলেও তুষার বাহিনীর হুমকি ধামকিতে ভয় পেয়ে ব্যাবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। তাদের বিভিন্ন অপকর্মের কারণে একপর্যায়ে তুষারের পিতা শাহ মো: মুসলিমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করলেও কমেনি তাদের প্রভাব। ৫ আগষ্টের পরে সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজরা আত্নগোপনে চলে গেলেও শাহ মো: তুষার নিজেকে সেচ্ছাসেবক লীগের নেতা দাবি করে এলাকায় চালিয়ে যাচ্ছে ত্রাসের রাজত্ব। জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে মাধবপুর পৌরসভার ফকির মো: কাওসার আহমেদ , দৌলত মোল্লা ও হেলাল মিয়া বিভিন্ন ইন্টারনেট কোম্পানি থেকে অনুমোদন এনে মাধবপুরে ইন্টারনেট ব্যাবসা করার চেষ্টা করলে তুষার বাহিনী তাদের ব্যাবসা করতে দেয়নি। এমনকি ফকির মো: কাওসার আহমেদ থানায় জিডি করেও তাদের দলীয় প্রভাবের কারণে কোন সহযোগিতা না পেয়ে এক পর্যায়ে ব্যাবসা গুটিয়ে নিতে বাধ্য হয়। এব্যাপারে ফকির মো: কাওসার আহমেদ বলেন, আমি কার্নিভাল ইন্টারনেট এর লাইন এনে ব্যাবসা করার চেষ্টা করেছিলাম কিন্তু তুষার বাহিনী প্রথমে আমাকে হুমকি ধামকি দেয়, এরপরেও আমি ব্যাবসা চালিয়ে গেলে তারা আমার বাড়িঘর ভাংচুর করে। একপর্যায়ে আমি বাধ্য হয়ে ব্যবসা বন্ধ করে দেই। সর্বশেষ ৫ আগষ্ট পটপরিবর্তন এর পরে কায়েস আহমেদ সালমান এর মাধ্যমে কার্নিভাল ইন্টারনেট মাধবপুরে ইন্টারনেট ব্যাবসা শুরু করলে আবারও তুষার বাহিনী হুমকি ধামকি দিতে থাকে। একপর্যায়ে রাতের আঁধারে বিভিন্ন পয়েন্টে কার্নিভাল ইন্টারনেট এর ফাইবার ক্যাবল কেটে দিয়ে উল্টো তাদের স্টাফদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। কার্নিভাল ইন্টারনেট এর পপ ইনচার্জ কায়েস আহমেদ সালমান জানান, ২৭ সেপ্টেম্বর কার্নিভাল ইন্টারনেট এর মাধবপুর শাখার উদ্ভোদন এর পরের দিন দুপুরে তুষার বাহিনী লোকজন আমার অফিসে এসে ফাইবার ক্যাবল কেটে ফেলার ও আমাদের লোকজনকে খুন করার হুমকি দিয়ে যায়। এরপর রাতের আঁধারে বিভিন্ন পয়েন্টে আমাদের ফাইবার ক্যাবল কেটে দিচ্ছে তারা। সর্বশেষ আমাদের ক্যাবল কেটে ফেলার ভিডিও ফুটেজ পেয়েছি খবর পেয়ে তারা আমাদের বিরুদ্ধে উল্টো আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা মাধবপুর থানায় দুটি জিডি ও একটি অভিযোগ করেছি। এব্যাপারে আওয়ামী লীগ নেতা তুষারের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com