বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত
তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার
বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলার পঞ্চম (৫ম) মেয়াদের আহবায়ক কমিটির আজ প্রথম আলোচনা সভা অস্থায়ী কার্যালয়ে (সানমুন নার্সিং হোম জান-এ-সেবা হাউজিং এর দ্বিতীয় তলায়) বেলা ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির আহবায়ক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক ডাঃ এ এস এম রায়হান, কমিটির অন্যতম সদস্য সাংবাদিক মাইদুল হাসান, সাংবাদিক মারজান আহাত, শিক্ষানবিস আইনজীবী আইয়ুব আলী, মাহবুব বাবু, মিলন, সাংবাদিক রুহুল আমিন কিবরিয়া, ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন, রায়হান, ইমরান তালুকদার নিপু, আব্দুল আলিম, দেলোয়ার হোসেন, সেলিম কাজী, হাফছা পারভীন প্রমুখ।
উক্ত আলোচনা সভায় সংগঠনকে আরো গতিশীল এবং বেগবান করতে আহবায়ক, যুগ্ম আহবায়ক সহ সকল সদস্যবৃন্দগণ সবাই সাংগঠনিক এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com