1. salmankoeas@gmail.com : admin :
বর্তমান রাজনৈতিক দলগুলোর চলমান অরাজকতা বনাম সাধারন জনতার সিমাহীন দুর্ভোগের প্রেক্ষাপট্-উত্তরণ কোথায় - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম:
দুমকির লেবুখালিতে, ওএমএস’র ১১বস্তা চাল জব্দ।। মাধবপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল নন্দীগ্রামে তারেক রহমানের ৩১দফার লিফলেট দিচ্ছে স্বেচ্ছাসেবক দল দুমকি উপজেলায়, অনাহারে থাকা পাঁচ সন্তানের জননীকে সহায়তা করলেন নির্বাহী অফিসার। মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে প্রতিপক্ষের আগুন লুটপাটে লক্ষাধিক  টাকার  ক্ষয় ক্ষতি।।  ডিমলায় খালেদা জিয়ার ভাগ্নে তুহিন সমর্থক গোষ্ঠীর মতবিনিময় ও আলোচনা সভা দুমকিতে প্রতি ঘনফুট বালুতে ১টাকা করে চাঁদা দাবি- না দেয়ায় ২ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখম! মাধবপুরে অবৈধ ভাবে বালি উত্তোলনে লাখ টাকা জরিমানা বন্যপ্রানী আইন লঙ্ঘন করে রোজার টিয়া পাখি নিয়ে টিকটক,সতর্ক করলেন বন বিভাগ!

বর্তমান রাজনৈতিক দলগুলোর চলমান অরাজকতা বনাম সাধারন জনতার সিমাহীন দুর্ভোগের প্রেক্ষাপট্-উত্তরণ কোথায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

বর্তমান রাজনৈতিক দলগুলোর চলমান অরাজকতা বনাম সাধারন জনতার সিমাহীন দুর্ভোগের প্রেক্ষাপট্-উত্তরণ কোথায়

জাহারুল   ইসলাম জীবন- বিশেষ প্রতিনিধি,মেহেরপুর থেকে।
যতসব দুর্নীতি তাহার মূলেই রয়েছে হাইব্রিড নামক দলবদলের চামচাদের চামচামির গুন্ডা নীতি !!!
নাম প্রকাশে অনিচ্ছুক সাধারণ জনতার অব্যক্ত অভিযোগ সমূহ্ এ-ই ভাবেই উঠে এসেছে অনুসন্ধানী বিশেষ প্রতিবেদনে।
অতিতের ন্যায় হাইব্রিড নামক রাতারাতি দলবদলের অতি উৎসাহী এবং সুযোগ সন্ধানী চামচা ও রাজনৈতিক অঙ্গনে বিজনেস পলিসি মাইন্ডের অতিচালাক কতিপয় অসাধু শ্রেণীর ব্যক্তিদের কারণে আজ দেশের মধ্যে যে অরাজকতা ও ব্যাপক চাঁন্দাবাঁজি,অনিয়মকৃত দুর্নীতি, জুলুম নির্যাতন,হয়রানি সহ সকল স্তরের সরকারী- বেসরকারী এবং স্বায়িত্ত্বশাসিত প্রতিষ্ঠানে জবর দখলের রাম রাজত্ব কায়েম পূর্বক একক আধিপত্য বিস্তারের জন্য দলে মধ্যে বিভাজন ও ধংশাত্মক কর্মকাণ্ডের কারণে দেশ ও দেশের চালিকা শক্তির প্রশাসনিক অবকাঠামো আজ চরম সংকটাপূর্ণ এবং মারাত্বক হুমকির সম্মুখীন,যাহার প্রভাব পড়তে শুরু করেছে দেশের অর্থনীতি ও আপামর সাধারণ জনতার উপর,এমন পরিস্থিতি থেকে দেশ ও দেশের জনগণকে স্বাভাবিক নিরাপত্তা ও রক্ষাকল্পে সাধারণ জনতা একান্তই নিরুপায় হয়ে বলতে বাধ্য হচ্ছেন যে,নির্বাচন বহির্ভূত ভোট বিহীন জোরপূর্বক ক্ষমতায় না এসেও ক্ষমতার আধিপত্য বাদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে ব্যাঙের ছাতার মতো রাতারাতি গঁজিয়ে ওঠা কথিত বৈষম্য বিরোধী ছাত্রনেতা পরিচয়ে যাহারা এহেন কর্মকান্ডে লিপ্ত রইয়াছে,তাহারা কোন না কোন বড় রাজনৈতিক দলের সক্রিয় স্বার্থপর মাতাল হাইব্রিড কর্মী ও পাতিনেতা এবং চাঁন্দাবাঁজ ক্যাডার ! সাধারণ আপামর জনতার দাবি এই সকল দুষ্কৃতকারী হাইব্রিড চামচা চাঁন্দাবাঁজ ক্যাডার বাহিনী সমূহ কে দ্রুততার সহিত নিয়ন্ত্রণে নিয়ে আসা সহ সরকারি বেসরকারি এবং স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের অতি উৎসক একশ্রেণীর ঘুষখোর দুর্নীতিপরায়ণ চামচামি ও দালালির চাঁদরে আবৃত সময়ের সুযোগ সন্ধানী কর্মকর্তা কর্মচারীদের অবৈধ ক্ষমতার উৎসধারী দলীয় নেতা ও পাতি চামচাবাঁজ নেতাদের আজ্ঞাবহ হয়ে অতিতের ন্যায় পুনরায় একই পন্থায় মুদ্রার এপিট আর ওপিঠ ধারার দৈত্যনীতির পুনরাবৃত্তি দেশের জনগণ আর দেখতে চাই না,বিতর্কিত অনৈতিক কার্যকলাপ সমূহ্ এবং কোন না কোন দলের নেতাদের আজ্ঞাবাহ্ হয়ে প্রশাসনের সর্বস্তরে পক্ষপাতিত্ব ও ক্ষমতার অপব্যবহার করণের একই ধারার পূর্ণরাবৃত্তিকরণের নমূনায় অতিতের সকল সরকার গঠনকারী দলের চরম ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির সমর্থনপূষ্ঠ চালিকা শক্তির বাহকগণ বারবার চরম বিষাদময় বিতর্কিত শ্রেণীর প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ বরাবরই বিতর্কিত হয়ে এসেছেন এবং এখনো বিতর্কিত হচ্ছেন ! এহেন পরিস্থিতিতে প্রশাসনের বিতর্কিত সকল কর্মকর্তা কর্মচারীগণ সহ দেশের বড় রাজনৈতিক দলের নেতা ও কর্মীগণের উচিৎ অতীতের সমস্ত ভুল ভ্রান্তি ও সকল অনৈতিক দুর্নীতি পরায়ণ কাজ থেকে সময়োপযোগী যুগান্তকারী শিক্ষাগ্রহণ ও নিজেদের শুধরিয়ে নেওয়ার অভিপ্রায় বর্তমান সময়ে অরাজনৈতিক দলের অন্তবর্তীকালীন সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে অতীতের সকল অপকর্মের প্রায়শ্চিত্ত করণের লক্ষ্যে জিরো টলারেন্স নীতিতে নো ম্যানস ল্যান্ডে থেকে দেশ ও দেশের আপামর সাধারণ জনগণের জানমালের প্রতি সুশাসনের দায়িত্ববান সেবক হিসেবে নির্বিঘ্নে কোন দলীয় নেতা-কর্মীদের দ্বারা পূর্বের ন্যায় আজ্ঞাবাহে্ প্রভাবিত না হইয়া আইনের সুশাসনের ধারায় অঙ্গীকারাবদ্ধ ভাবে জনগণের সেবক হিসেবে কাজ করতে হইবে এবং বড় রাজনৈতিক দল গুলোর উচিৎ তাদের নিজ নিজ দলের আদর্শিক ভাবমূর্তি ধরে রেখে নিজস্ব নেতৃত্বনিও প্রদেও দলীয় পদ-পদবী রক্ষা কল্পে দৃঢ় সংকল্পে প্রয়োজনে অতিব কঠোর ও কঠিন হয়ে নিজ নিজ দলের অস্তিত্ব বাঁচানোটা অতিব জরুরী হয়ে পড়েছে। নিজ নিজ দলের ত্যাগী ও আদর্শিক নেতাকর্মী এবং সমর্থকগণ একত্রিত ও সুসংঘটিত সংঘবদ্ধ ভাবে থাকিলে,কোন রাজনৈতিক দলের সন্ত্রাসী ও ক্যাডার বাহিনী লাগেনা,আদর্শিক নেতাকর্মী ও সমর্থক সেখানেই যথেষ্ট বলে সাধারন জনতা তাহাদের নিজো নিজো মত প্রকাশ করছেন। দুই দিনের বৈরাগী অতিথি পাখির শোলভ আচরণের ন্যায়,যাহারা চরিত্রগতভাবে বারবার দূষণীয় এবং বিতর্কিত সেই সকল দলবদলের চামচা নামক হাইব্রিড-সন্ত্রাসী ও ক্যাডার-বিজনেস মাইন্ডের ব্যক্তিবর্গকে নিজ নিজ দলের মঙ্গল কামনার্থে এবং নিজস্ব দলীয় পদ-পদবী ধরে রাখার স্বার্থে,সকল নেতাকর্মীর উচিত এদের বয়কট করে চলা। সাময়িক কয়েক দিনের জন্য দলে ভারি এবং বিভিন্ন প্রোগ্রামে জনতার উপস্থিতি বেশি দেখাইবার লোভনীয় অভিপ্রায়ে,যে সকল নেতাকর্মিগণ বারবার অতীত ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার শর্তেও তাহারা এহেন পরিস্থিতি মুকাবেলা না করিয়া বা বয়কট না করিয়া বারবার ভুল সিদ্ধান্তেই বহাল রহিয়াছেন,সঠিক শিক্ষা গ্রহণ না করিয়া,মিথ্যা লোভের মোহে পড়ে মিথ্যা স্বপ্নে বিভর হইয়া এই সকল দূষণীয় মরিচিকার কুট্-কৌশলের চামচাদের চামচামির কৌশলের কাছে কেন জানি বশ্বিঃ করনের ন্যায় বশীভূত হইয়া বারংবার ভূল সিদ্ধান্তে উপনীত হইয়াই চলিতেছে !! যাহার কারণে নিজ নিজ দল ও দলের গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে থাকা নেতৃত্ব প্রদানকারী স্থানীয় এবং কেন্দ্রীয় নেতাদের নানামুখী বদনাম দুর্নাম সহ কথিত কলঙ্কিত অধ্যায়ের অবতারণার ক্রোপানলে পতিত হইতে হইতেছে !! যে কারণে নিজের রাজনৈতিক দলের বদনাম ও নিজ নিজ পদ-পদবীর উপর বদনামের শিকার হইতে হচ্ছে !! তাই সাধারন জনতার দাবি এখনও সুযোগ রইয়াছে সকল রাজনৈতিক দলের নেতৃত্বনীয় নেতাকর্মীগণের উচিত সঠিক সিদ্ধান্ত নিয়ে দলের ভিতরে সুস্থ ধারা ও আদর্শিক দিক গুলোকে গঠন পূর্বক একত্রিকরন করিয়ার সু-সংঘবদ্ধ ভাবে এগিয়ে চলা। এই সকল কুলাঙ্গার নয়া হাইব্রিড,সন্ত্রাসী ক্যাডার ও বিজনেস মাইন্ডের চামচাদের একেবারেই এড়িয়ে বা বাদ দিলে দলের কোন বড়সড় ক্ষতি হয় না, বরং দলের ভিতর নিরবে থাকা আদর্শিক নেতাকর্মীদের উপস্থিতি বেড়ে যায় এবং তারা দলের প্রতি নিজ নিজ দায়বদ্ধতাই এগিয়ে আসে সুসংগঠিত ভাবে। দুই দিনের অতিথি পাখি সুলভ নয়া চামচা হাইব্রিডদের বিষয়ে দ্রুততার সহিত ব্যবস্থা গ্রহণ না করলে কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে বড় দলগুলোকে বিপদেই পড়িতে হইবে, কারণ দেশের ভিতরে দেশীয় বিদেশি ষড়যন্ত্রের চক্র জাল অতীব শক্তিশালীভাবে চরম গোপনীয়তার স্বার্থে রাজনীতির কুট কৌশলের কিছু মাইনাস ফর্মুলা এপ্লাই পূর্বক আগামীর সকল নির্বাচনে এহার বড়সড় প্রভাব ফেলিতে পারে বলে দেশের সাধারন জনতা ও রাজনৈতিক বিশ্লেষক বিশেষজ্ঞরা মনে করিতেছেন। তাই সকল রাজনৈতিক দলের প্রতি উদার্থ আহবান জানিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে,দেশ ও দেশের জনগণের জান-মালের উন্নয়ন ও গণতান্ত্রিক সুষ্ঠু ধারার অগ্রযাত্রার চাকা যেন চলমান থাকে, দেশ সু-রক্ষার্থে সকলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মিতালীর মিলন বন্ধনে সকলকে সতর্ক দৃষ্টিতে জাগ্রত থাকিবার আহবান জানানোর পাশাপাশি দেশের বর্তমান দোদুল্যমান অস্থির পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল সহ দেশের সু-প্রশাসন এবং দেশ ও দেশের জনগনের ভিতর রাজনৈতিক এবং সু-গণতন্ত্রের সুস্থ্য ধারা অব্যাহত রেখে দেশের মধ্যে শান্তি ফিরে আসুক,বাংলাদেশ যেন বিশ্বের দরবারে একটি সুশৃংখলব্ধ শান্তিময় দেশ হিসেবে পরিচিতি সহকারে দেশের জনগণের চালিকাশক্তি গণতন্ত্রের অগ্রযাত্রা যেন সুস্থ ধারার ভোটাধিকার ও স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা পাই ” দল যার যার বাংলাদেশ আমাদের সবার”- এই উদ্দেশ্য ও লক্ষ্য কে সামনে নিয়ে বাংলাদেশ যেন একটি স্বনির্ভর পূর্ণাঙ্গ স্বাধীনতা প্রিয় দেশ হিসাবে সাধারণ জনগণের শান্তি ও সুশৃংখলার শান্তিময় আবাসভূমিতে পরিনত হয়ে উঠুক এ-ই প্রত্যাশায় দেশের সাধারণ জনতার চাওয়া ও পাওয়ার সকল সদিচ্ছার প্রতিফলন ঘটুক বলে সাধারণ জনতা তাদের অব্যক্ত কথা গুলো এইভাবেই তুলে ধরেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com