বর্ণিল আয়োজনে পালিত হইলো-এ.আর.বি ডিগ্রী কলেজ আমঝূপী-মেহেরপুরে"তারুণ্যের উৎসব"-২০২৫
বিশেষ প্রতিনিধি-জাহারুল ইসলাম জীবন,মেহেরপুর থেকে।
"এসো দেশ বদলাই,পৃথিবীকে বদলাই"-এই স্লোগানকে সামনে নিয়ে আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা হইতে শুরু হইল মেহেরপুর জেলার অন্তর্গত আমঝূপীর দিনদত্ত ব্রিজ সংলগ্ন-আমঝূপী রাজনগর বারাদী ( এ আর বি ) ডিগ্রী কলেজের শিক্ষক মিলনায়তনের অডিটোরিয়ামে নতুন ভাবে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে "এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই" স্লোগান কে স্মরণিকার প্রতিপাদ্যতা নিয়ে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হইলো তারুণ্যের উৎসব -২০২৫ । আজকের এই তারুণ্যের উৎসব ২০২৫ এর অনুষ্ঠানের আলোচনায় পাঁচটি বিষয়ের উপর গুরুত্বপূর্ণ ভাবে আলোকপাত করা হয় এবং এই পাঁচটি বিষয়ের যথাযথ ভাবে ডেভেলপ করতে পারলে বাংলাদেশের উন্নয়ন করা সম্ভব বলে আজকের অনুষ্ঠানে উপস্থিত আলোচকগণ তিনাদের নিজো নিজো বক্তব্যে তুলে ধরেন। " শিক্ষা-স্বাস্থ্য- পরিবেশ ও জলবায়ু এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন ক্রিয়া-র " উপর আলোচকগণ আলোচনা করেন। আজকের এ-ই অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দিন-মাননীয় উপাচার্য-মুজিবনগর বিশ্ববিদ্যালয় মেহেরপুর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এ কে এম নজরুল কবির-অধ্যক্ষ মেহেরপুর সরকারি কলেজ, প্রফেসর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন-মেহেরপুর সরকারি মহিলা কলেজ, মোঃ মারুফ আহাম্মদ বিজন-সভাপতি গভর্ণিং বডি- এ আর বি ডিগ্রী কলেজ এবং আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র এ আর বি ডিগ্রী কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোঃ আনোয়ারুজ্জামান। আজকের এই তারুণ্যের মেলা ২০২৫ উদযাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় আমঝুপি রাজনগর বারাদি এবং মেহেরপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত বক্তব্যের মাঝে আমঝুপি রাজনগর বারাদি তথা এ আর বি ডিগ্রী কলেজের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে আলোকপাত করা হয় এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষক এবং ছাত্রদের প্রতি নিজে নিজে দায়িত্বে কলেজের শিক্ষার মান উন্নয়ন এবং কলেজের পরিবেশ ও প্রকৃতিগত মনোরম প্ল্যাটফর্মকে দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় করে তোলার আহ্বান জানানো হয়। তারুণ্যের উৎসব-২০২৫ এ-র মূল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পাঁচটি গুরুত্বপূর্ণ এজেন্ডা বাস্তবায়নের জন্য এক এক এজেন্ডায় দশ জন করিয়া গ্রুপ সদস্য তৈরি করা হয়। শিক্ষা-স্বাস্থ্য-পরিবেশ ও জলবায়ু এবং গ্রাম ও পরিবেশ অবকাঠামো উন্নয়ন ক্রিয়ায় মোট ৫০ জন সদস্য নিয়ে দল গঠন করা হয়। বন্টনকৃত প্রত্যেকটি গ্রুপ সদস্য দলের দশ জন সদস্য তার নিজ নিজ সদস্য দলের সমস্যার কথা তুলে ধরেন। সকলে মিলে সকল কাজে তরুণ-তরুণীগণের একত্রায়িত অংশগ্রহণে আধুনিক বাংলাদেশ বিনির্মাণ অচিরেই সম্ভব হইবে বলে সকলেই তাহাদের উপস্থিত বক্তব্যে উল্লেখ করেন। সারাদেশে অনুষ্ঠিত আজকের তারুণ্যের উৎসব ২০২৫ এ-র মূল আয়োজনের আয়োজক ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়। সমগ্র বাংলাদেশে তারুণ্যের উৎসব ২০২৫ এর মতো উন্নয়ন মূলক মহতি অনুষ্ঠান উদযাপনের উদ্যোগ গ্রহণ করায় উপস্থিত সকলেই বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভূয়সী প্রশংসা করেন।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com