নীলফামারী আইনজীবী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত থেকে
সিয়াম সাধনা ও রমজান মাস উপলক্ষে নীলফামারী জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে
আজ শুক্রবার (১৪ই মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলা জজ কোর্ট প্রাঙ্গণ পবিত্র মাহে রমজানের তাৎপর্য শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন হয়েছে।
আলোসভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।নীলফামারী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আল মাসুদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারকগণ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম সহ ম্যাজিস্ট্রেট আদালতের সকল বিজ্ঞ বিচারক এবং ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের বিচারকগন, নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাসনেন ইমাম সোহেল ও তার জুনিয়র আইনজীবী মাজিদুল ইসলাম মাহী, কোষাধ্যক্ষ সম্পাদক এ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট হুজুর আলী, সহকারী সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোলাম মোস্তফা প্রমুখ সহ আইনজীবী সমিতির সিনিয়র, জুনিয়র ও শিক্ষানবিশ আইনজীবীগণ মাহফিলে উপস্থিত ছিলেন। মাহফিলে জেলা জজ কোর্টের বিচারক ও সিনিয়র এ্যাডভোকেট দের মধ্য কয়েকজন বিজ্ঞ আইনজীবী মাহে রমজানের তাৎপর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com