নীলফামারীতে বিগত সরকারের সকল প্রকার অপকর্মের বিচারের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
বিগত ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই-আগস্টের গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে নীলফামারীতে বিক্ষোপ ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার উদ্যোগে শহরের বাজার মসজিদ থেকে শুরু করে বিক্ষোপ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গি মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক আরমান পাটোয়ারী।আরোও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শাখার জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ শিবিরের সকল নেতা কর্মী।
জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগরের পরিচালনায়, প্রধান অতিথির ভাষণে আরমান পাটোয়ারী বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস পার করলেও শিক্ষা সংস্কারে কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। বরং গুম, খুন, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।তিনি আরও বলেন, গত ১৫ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে ধ্বংস করার সাথে সাথে দেশের শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষার পরিবেশ ছিল না। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আড্ডা খানায় পরিণত হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছাত্র ছাত্রীরা তাদের কোন ব্যাপারে কোন কোথাই বলতে পারে নাই। আইনের শাসন ছিল না তারা যা করত সেটাই ছিল আইন।
ফ্যাসিস্টআমলেরসকলঅন্যায়,অবিচার,ঘুম,খুন, দুর্নীতি এবং জুলাই-আগস্টে ঘটে যাওয়া গণহত্যা ও রাষ্ট্রবিধি কর্মকান্ডের সাথে জড়িতদের বিচারের জোরালো দাবী জানান।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com