নন্দীগ্রামে স্বেচ্ছাসেবক দলের ঝটিকা মিছিল
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দেশবিরোধী চক্রান্ত কর্মসূচির প্রতিবাদে ঝটিকা মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।
গত শুক্রবার রাতে একটি বিক্ষোভ মিছিল পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন ও সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টুর নেতৃত্বে নেতাকর্মীরা ঘন্টাব্যাপী আওয়ামী বিরোধী স্লোগান দেয়। এসময় পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আরএইচ নুরনবীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।