নন্দীগ্রামে মকবুল মাস্টারের ইন্তেকাল
তানসেন আলী মন্টু, ক্রাইম রিপোর্টার
বগুড়ার নন্দীগ্রামে অবসরপ্রাপ্ত শিক্ষক মকবুল প্রামানিক বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার চকবেতকুড়ী গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ এশা মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি আদমদীঘি উপজেলার সাংবাদিক আবু মুত্তালিব মতির জেঠা শ্বশুর। শিক্ষকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বকুল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া, দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ, তানসেন আলী মন্টু, ইউসুফ আলী, সুলতান মাহমুদ, মিজানুর রহমান মুকুল, আনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, মরহুম মকবুল মাস্টার উপজেলার ধাওয়াস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুনামের সাথে দীর্ঘ ২৭ বছর শিক্ষকতা করেন। তিনি ২০১৪ সালে অবসরে যান।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com