নন্দীগ্রামে বুড়ইল বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন
তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত তিন তলা ভবন উদ্বোধন করা হয়েছে। ফলক উন্মোচন করেন প্রধান অতিথি কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন।
গতকাল বুধবার সকালে শিক্ষক, রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ভবন উদ্বোধন শেষে মোনাজাত করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাবেক যুগ্ম আহবায়ক হাফিজার রহমান শাহীন, উপজেলা যুবদল নেতা জামাল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বুডইল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, দুই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
সাবেক এমপি মোশারফ হোসেন জানান, তিনি এমপি থাকা অবস্থায় বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ অনুমোদন হয়। নির্মাণের পর দেশের রাজনৈতিক নানান জটিলতার কারণে উদ্বোধন আটকে যায়। অনেকদিন আগে স্থাপিত ফলক উন্মোচন করে ভবনটি উদ্বোধন করা হলো।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com