নন্দীগ্রামে তারেক রহমানের ৩১দফার লিফলেট দিচ্ছে স্বেচ্ছাসেবক দল
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফার লিফলেট নিয়ে জনগণের কাছে ছুটছে বিএনপির তৃণমূল নেতাকর্মী। এবার প্রচারণায় নামলো উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল।
গতকাল মঙ্গলবার বিকেলে নন্দীগ্রাম সদরের বাসস্ট্যান্ডসহ উপজেলার বিভিন্ন বাজারে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন ও সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টুর নেতৃত্বে নেতাকর্মীরা যৌথভাবে প্রচারণা করছেন। এদিন আওয়ামী লীগের দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বগুড়া-নাটোর মহাসড়ক হয়ে পৌর সদর এলাকা প্রদক্ষিণ করে।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, মহিলাদলের সভাপতি রেশমা আরা সাথী, মহিলা সম্পাদিকা পাপিয়া সুলতানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কুরবান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com