মোঃআরিফ হোসেন নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি।
বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের চালা মোকামতলা ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
উক্ত জামাতে ভাগ বজর,দূর জয়পুর, কালিপাড়া, মির্জাপুর, দামগারা,বেলঘড়িয়া, প্রায় সাত টি গ্রামের মানুষ এই জামাতে অংশগ্রহণ করেন। উক্ত জামাতে দেখা যায় প্রায় ছয়হাজারলোক অংশগ্রহণ করেন।
আরওপড়ুন ...
চালা ঈদগাহ মাঠে বড় ধরনের জামাত অনুষ্ঠিত হয়। প্রতিবছর ভাটরা ইউনিয়ন এর মধ্য সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় এই ঈদগাহ মাঠে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com