দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলস লিঃ ৬৭ তম আখ মাড়াই শুভ উদ্বোধন
মোঃ সাগর আলী
জামালপুর প্রতিনিধি
জামালপুরে অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী ভারী শিল্প প্রতিষ্ঠান জিল বাংলা সুগার মিলস লিঃ। ১৯৫৮ সনে তৎকালীন পাকিস্তান ও নিউজিল্যান্ড সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় এটি জেলা শহর থেকে ৪০ কিঃমিঃ উত্তরে যমুনা ও ব্রহ্মপুত্র নদ বেষ্টিত দেওয়ানগঞ্জ উপজেলায় স্থাপিত হয়। স্থাপনাকালে এর নাম ছিল জিল পাক সুগার মিলস লিঃ। স্বাধীনতার পর প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে জিল বাংলা সুগার মিলস লিঃ করা হয়। বর্তমানে বাংলাদেশ সুগার এন্ড ফুড ইন্ডাষ্ট্রিজ করপোরেশনের অধীনে অত্র মিলটি পরিচালিত হয়ে আসছে। তার ই ধারাবাহিকতায়ই জিল বাংলা সুগার মিলস লিঃ এর ৬৭তম আখ মাড়াই শুভ উদ্বোধন করলেন, বিএসএফ আইসির চেয়ারম্যান গ্ৰেড ওয়ান ডক্টর,লিপিকা ভদ্র।গতকাল শুক্রবার বিকেলে কেইন কেরিয়ারে জিল বাংলা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশাররাফ হোসেন এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি, নাজমুল হাসান, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল্লাহ সাইফ, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক,বাবু শ্যামল চন্দ্র,পৌর বিএনপির আহ্বায়ক, মনজুরুল হক মনজু,পৌর বিএনপির সদস্য সচিব, আতিকুর রহমান সাজু, দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক, মঞ্জু হোসেন মঞ্জু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক, মোঃ ইসমাইল হোসেন,জিল বাংলা চিনিকলের ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক, রিয়াজুল হক, বৈষম্য বিরোধী ছাত্র জনতার প্রতিনিধি,আশেদুল ইসলাম ও কৃষক দলিলুর রহমান সহ আরো অনেকেই বক্তব্য রাখেন। এসময় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ,জনাব মোহাম্মদ মোশাররাফ হোসেন বলেন, এবছর আখ মাড়াই শুরু হয়ে ৭০ দিনের মতো চিনিকল চলবে। প্রতিষ্ঠানটি যদি একশত দিন থেকে একশত বিশ দিন পর্যন্ত চালানো সম্ভব হতো তবে প্রতিষ্ঠান টি লাভবান করা সম্ভব হতো।প্রধান অতিথির বক্তব্যে ডঃ লিপিকা ভদ্র কৃষকদের আখ চাষ উৎপাদনে উৎসাহীত করেন । আপনারা মনোযোগ দিয়ে কাজ করুন মিলটি জন্য দুইশত বিশ কোটি বরাদ্দ দেয়া হয়েছে লাগলে কতৃপক্ষ সঙ্গে কথা বলে আরো দেওয়া হবে বলে জানান তিনি ।আরো বলেন দেশের বন্ধ ছয়টি সুগার মিল অবিলম্বে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে ।মিল সূত্রে জানা যায়,জিল বাংলা চিনিকলটি ৬৬তম বছরে ৬৫৬কোটি ৭৫ লাখ ৭২ হাজার ৩৬৫ টাকা লোকসানের বোঝা নিয়ে ৬৭তম আখ মাড়াই মৌসুম শুরু করেছে। আগামী ৭৯ কার্য দিবসে ৭১ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৭ রিকোভারিতে ৪ হাজার ৯শত মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবার। এসভায় সঞ্চালনায় ছিলেন, ইক্ষু বিভাগের কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com