দুমকীতে এনজিও অফিস খুলে শতাধিক লোকের কাছ থেকে কয়েক লাখ টাকা সঞ্চয় নিয়ে লাপাত্তা।
দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি :পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়ড়া গ্রামে তালতলী চৌরাস্তার উত্তর পাশে অফিস খুলে মাসাদিকাল শ্রীরামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে চরবয়ড়া গ্রামের রশিদের স্ত্রী তাসলিমা নামের এক দালালের মাধ্যমে শতাধিক লোকের কাছ থেকে ১১২০ টাকা করে সঞ্চয় নিয়ে লোন দেওয়ার কথা বলে বৃহস্পতিবার টাকা নিয়ে লাপাত্তা হয়েছে। সঞ্চয় দেওয়া গ্রাহকরা জানান। এফ এফ ও সাপোর্ট প্রোগ্রাম এর ম্যানেজার দেলোয়ার হোসেন মোবাইল নাম্বার ০১৭৫১০৬৪৮৩৬। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার থেকে অদ্যবাদী পর্যন্ত দেলোয়ার হোসেন গা ঢাকা দিয়েছে, লাখ টাকা লোন নেওয়ার জন্য অনেকের কাছ থেকে ১০ হাজার ২০ হাজার টাকা সঞ্চায় ও নিয়েছেন, শতাধিক লোকের কাছ থেকে পাঁচ লক্ষাধিক টাকা নিয়ে উধাও হয়েছেন দেলোয়ার হোসেন।এসব তথ্য জানান শ্রীরামপুর গ্রামের নিলুফা বেগম।।