দীর্ঘ সাত বছর পর মা ও ছেলের সরাসরি দেখা ও সাক্ষাৎ!
বিশেষ প্রতিনিধি-জাহারুল ইসলাম জীবন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ারবাস অ্যাম্বুলেন্স ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সফল ভাবে অবতরণ করেছে।
বুধবার ৮-ই জানুয়ারী স্থানীয় সময় সকাল ৮ টা ৫৮ মিনিটে বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ারবাস অ্যাম্বুলেন্স ফ্লাইটটি অবতরণ করেছেন লন্ডনের হিথ্রো বিমান বন্দরে।হিথ্রো বিমান বন্দর কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়াকে স্থানীয় ভিআইপি প্রটোকলে নিরাপত্তার সহিত নিরাপদে অবতরণ পূর্বক রিসিভ করেন।
এই সময় লন্ডনের হিথ্রো বিমান বন্দরে বেগম খালেদা জিয়াকে বরণ করতে লন্ডন বিএনপি-র সকল স্তরের নেতাকর্মী সহ তিনার জ্যেষ্ঠ পুত্র এবং দলের ভারপাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও লন্ডনে বসবাসকারী পরিবারবর্গের সকলেই উপস্থিত ছিলেন। দীর্ঘ ৭ বছর পর মাকে কাছে পেয়ে মা ছেলের হৃদয়িক সম্পর্কের হৃদয়-বিদারক সম্পর্কিত সাক্ষাৎ উপস্থিত প্রণয়ের আবেগঘন মুহূর্তের অবতারণাময় স্নৃতি-চারনিকার প্রত্যয় ঘটে। এ-ই ব্যাপারে লন্ডন বিএনপি'র একাধিক মিডিয়ার সেলের মাধ্যমে খবরের সত্যতা প্রকাশ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com