ডেভিল হন্টে ডিমলায় স্বাধীন ইসলাম নামে নি/ষি/দ্ধ সংগঠনে ছাত্রলীগের এক নেতা আটক।
মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধিঃ
দেশব্যাপী চালানো অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ডিমলায় স্বাধীন (২৫)নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার খোগা খড়িবাড়ি ইউনিয়নের খোগার হাট থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত স্বাধীন ইসলাম খোগা খড়িবাড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পানবেসাটারি গ্রামের আব্দুল করিম মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন খোগা খড়িবাড়ি ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক।
জানা যায় উপজেলার সদর ইউনিয়নে কুটিরডাঙ্গা গ্রামের মৃত কচির উদ্দিনের ছেলে আনিসুর রহমান (৪০) গত ১৮/৯/২৪ তারিখে নীলফামারীর আমলী আদালতে দায়েরকৃত সন্ত্রাসী, চাঁদাবাজি, দাঙ্গাবাজি ও লুটতরাজের মামলা দায়ের করেন। এ মামলায় জড়িত থাকার অভিযোগে নীলফামারীর ডিমলা থানার পুলিশ স্বাধীন ইসলামকে গ্রেপ্তার করেছে।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে এলাহী বলেন, কুটিরডাঙ্গার আনিছুর রহমানের দায়েরকৃত সন্ত্রাসী, চাঁদাবাজি, দাঙ্গাবাজি ও লুটপাটের মামলায় জড়িত থাকার অভিযোগে স্বাধীন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নীলফামারি বিজ্ঞ আদালতে বিচারের জন্য প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com