ডিমলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার।
মোঃবাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার (মিন্টু) কে (৪৫) গ্রেপ্তার করেছে ডিমলা থানা পুলিশ।
গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে নীলফামারীর ডিমলার খগখড়িবাড়ি ইউনিয়নের বন্দর খড়িবাড়ি গ্রামের ভগ্নিপতি সোলায়মান আলীর বাসা থেকে আটক করেছে পুলিশ। এছাড়া তার ভাগ্নে খোগাখড়ি বাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান সিয়ামকেও গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী এর সঙ্গে যোগাযোগ করলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিমলা সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।