ডিমলায় ভরসা মনি নামে এক নারীর ঝুল*ন্ত মৃ*ত্যু*দেহ উদ্ধার।
মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডিমলা বন বিভাগের গাছে গলায় ফাঁস লাগানো ভরসা মনি (২৬) নামে এক রমণীর ঝুলন্ত মৃত্যু দেহ উদ্ধার করা হয়।
আজ শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় ডিমলা উপজেলার রামডাঙ্গা ফরেস্ট এলাকায় এ ঘটনা ঘটে। সকালে এলাকাবাসী ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ডিমলা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্হলে উপস্থিত হয়। ডিমলা থানা পুলিশ সেখানে গিয়ে জানতে পারে ভরসা মনি ডোমার থানাধীন মেলা পাঙ্গার দলু মিঞার কন্যা। ডিমলা থানা পুলিশ লাশটি ডোমার থানা পুলিশকে হস্তান্তর করে।
এলাকা বাসির সূত্রে জানা যায়,ভরসা মনি ডিমলা থানাধীন নাওতারা গ্রামের সাদ্দাম হোসেনের সাথে প্রায় পাঁচ বছর আগে বিয়ে হয় আগে বিয়ে হয় এবং সেখানে তার দুটি সন্তান রয়েছে। প্রায় ৩/৪ মাস থেকে আমি বাবা দলু মিঞার বাড়িতে অবস্থান করে।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন,ভরসা রানী ডোমার খানাধীন হওয়ায় আমরা লাশটিকে ডোমার থানার কাছে হস্তান্তর করি।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com