ডিমলায় নিহত মীর কাশেমের খুনিদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ।
মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জুলাই-আগস্ট গণহত্যায় অভিযুক্ত সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুরের খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্ররা ঠেকাতে যায়। ছাত্রদের অভিযোগ, এ সময় স্থানীয় আওয়ামী লীগের হামলায় গুরুত্বর আহত হন মীর কাশেম। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (১২ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
এ খবর ছড়িয়ে পড়লে আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা ৭টায় মীর কাশেমের মৃত্যুর প্রতিবাদ ও আওয়ামী লীগের বিচার এবং দলটিকে নিষিদ্ধের দাবিতে নীলফামারীর ডিমলা বিজয় চত্বরে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ও নাগরিক কমিটির ডিমলা উপজেলা শাখার নেতৃবৃন্দের নেতৃত্বে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, আমাদের ভাই কবরে, অথচ খুনিরা এখনো বাইরে। এদের ধরে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করেন। আওয়ামী লীগের প্রেতআত্মারা এখনো বাংলার মাটিতে ঘোরাঘুরি করতেছে এবং তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। খুনি হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে বিচার করতে হবে। এছাড়াও তারা আরো বলেন, ডিমলায় শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম করছে।তাদের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার বন্ধ সহ তাদের চার দফা দাবি বাস্তবায়ন জন্য বর্তমান সরকারকে আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com