ডিমলায় খালেদা জিয়ার ভাগ্নে তুহিন সমর্থক গোষ্ঠীর মতবিনিময় ও আলোচনা সভা
মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে, সাবেক সাংসদ,ডোমার-ডিমলার উন্নয়নের কান্ডারী
ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন সমর্থক গোষ্ঠীর মতবিনিময় ও আলোচনা সভা।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের আয়োজনে ভাটিয়ার চৌপতি ইউনুসের চাতালে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাহরীন ইসলাম চৌধুরী তুহিন সমর্থক গোষ্ঠী ডিমলা সদর ইউনিয়নের শাখা ১ নং ওয়ার্ডের বিএনপি'র সাবেক সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে ও ১ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডিমলা উপজেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব অধ্যাপক রইছুল আলম চৌধুরী। বরেনা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সদস্য ও উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপিকা সেতারা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাবেক উপজেলার যুবদলের যুগ্ন, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায় আলাউদ্দিন (আলাল)।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত স্বপনুজ্জামান (স্বপন), আইয়ুব আলী, তোইবুল ইসলাম, আতিকুর রহমান (ভুট্টু), আব্দুল হাকিম, ফজলে রাব্বি মর্তুজা (তুষার),মফিজার ইসলাম, সোফিয়া রহমান ও রশিদুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বর্তমান রাজনৈতিক পেক্ষাপট, দেশের উন্নয়ন, ও সাধারণ মানুষের জীবনমান উন্নতিসহ বিভিন্নদিক তুলে ধরেন। বক্তারা আরও বলেন, বিগত সরকারের ১৭বছরের শাসনামলে দিলদার যে উন্নয়নের কথা ছিল তার চার ভাগের এক ভাগ হয়নি। অথচ তুহিন ভাই এমপি না হয়েও অল্প সময়ের মধ্যে যে ধরনের উন্নয়ন করেছেন ডিমলা বাসি আজও ভোগ করছে। ডিমলাবাসীর উন্নয়ন করতে হলে তুহিন ভাইয়ের বিকল্প নাই। সামনে নির্বাচনে আমাদের বিশাল সুযোগ, এই সুযোগকে কাজে লাগাতে না পারলে আমরা ডিমলাবাসী চিরদিনের জন্য থেকে বঞ্চিত থাকবো।তাই (ডোমার- ডিমলা) তথা নীলফামারী জেলার উন্নয়নে সাবেক প্রধান মন্ত্রীর ভাগ্নে ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের হাতকে শক্তিশালী করি এবং ডোমার ডিমলায় আগামী জাতীয় নির্বাচনে সকলেই মিলে ধানের শীষে ভোট দিয়ে তুহিন ভাইকে এমপি নির্বাচিত করবো ইনশাআল্লাহ।
তাংঃ ০৩/০২/২৪ইং
মোবাঃ ০১৭১৭৮১৭২৬৬
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com