কাজিপুরে সোনামুখিতে মন্দিরে প্রতিমা ভাঙচুর
মাহমুদুল হাসান শুভ কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ কাজিপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে।
রোববার (২ মার্চ) দুপুরে উপজেলার সোনামুখী শিখা স্মৃতি সার্বজনিন দূর্গা মন্দিরে গিয়ে দেখা যায় প্রতিমা সামনের দিকে উলটে ফেলা হয়েছে। মন্দির দরজা থেকে একটি বাশ প্রতিমার সাথে লাগানো রয়েছে। স্থানীয় অনেকের ধারণা এটি একটি বিচ্ছিন্ন ঘটনা তবে মন্দির কর্তৃপক্ষ জানায় বাঁশ দিয়ে প্রতিমা ফেলে দেয়া হয়েছে।
মন্দির তত্বাবধায়ক উত্তম কর্মকার জানান, সকালে এসে দেখলাম মন্দিরের গেট তালা দেয়া, কিন্তু উপরের গেটের হ্যাজবল খোলা ছিল হয়ত উপর দিয়েই ঢুকেছিল।
মন্দিরের সাথেই বাসা স্বপ্না কর্মকার জানান, আমাদের পাশের বাসার একজন সকালে মন্দিরে প্রণাম করতে এসে দেখে প্রতিমা উলটানো। তারপর আমাদের ডাকাডাকি করলে আমরা এসে দেখি এই অবস্থা।
কাজিপুর উপজেলা পূজা উযযাপন কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার জানান, আমি জানার পর মন্দিরের সামনে উপস্থিত হয়েছি, আমি চাই সঠিক তদন্ত পূর্বক দোষীর শাস্তি হোক।
কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম জানান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতনদের পরামর্শে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি শান্ত আছে # ছবি আসে
ক্যাপশন : কাজিপুরে সোনামুখিতে মন্দিরে প্রতিমা ভাঙচুর
মাহমুদুল হাসান শুভ
কাজিপুর সিরাজগঞ্জ
০২.০২.২০২৫
০১৭৯২৯৯৭৫৪৩