আরগন ফার্মাসিউটিক্যালস এ-র বাৎসরিক বিক্রয় লক্ষ্যমাত্র নির্ধারণী সভা-২০২৫ অনুষ্ঠিত।
বিশেষ প্রতিনিধি- জাহারুল ইসলাম জীবন।
জাতীয় আর্কাইভ অডিটোরিয়াম, আগারগাঁও, ঢাকা থেকে।
বিশ্বের সর্বপ্রথম প্রাচীন চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিকে সাধারণ মানুষের রোগতত্ত্বের জটিল ও কঠিন দুর্ভেদ্য রোগের জন্য বর্তমান সময়ে নানান ভেজাল ঔষধ ও ডাক্তার নামক কিছু অপচিকিৎসক দ্বারা চিকিৎসার নামে অপচিকিৎসাকে রোধ করণের জন্য সর্ব আধুনিক চিকিৎসা পদ্ধতি ও সর্বজনীন স্বাস্থ্যসেবা ” সুস্বাস্থ্য ও সমৃদ্ধ জীবনের প্রতিশ্রুতি” শ্লোগানকে সামনে নিয়ে ডায়াবেটিস রুগীদের দৈনন্দিন চিকিৎসা পদ্ধতির যাবতীয় ঔষধের পাশাপাশি কষ্টকর ” ইনসুলিন কে না বলুন ” প্রতিপাদ্যতাকে শতভাগ সাফল্য ও নিশ্চয়তা কে সামনে নিয়ে সর্বপ্রথম এই আরগন ফার্মাসিউটিক্যাল লিঃ আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে এসেছেন। আজকের এ-ই অনুষ্ঠানে আরগন ফার্মাসিউটিক্যাল লিঃ এ-র সত্বাধিকার জনাব মোহাম্মদ আবু বকর মিয়ার সভাপতিত্বে জাতীয় আর্কাইভ অডিটোরিয়াম, আগারগাঁও, ঢাকায় কোম্পানির আজকের এ-ই বাৎসরিক বিক্রয় লক্ষ্যমাত্র নির্ধারণী সভা-২০২৫ অনুষ্ঠিত হয়।
আজকের এ-ই অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ সহ সমগ্র বাংলাদেশ থেকে আগত কোম্পানীর মার্কেটিং ডিপার্টমেন্টে – ই ডি, এন এস এম, ডি এস এম সহ কোম্পানির নিজেম্ব স্বনামধন্য চিকিৎসকগন ও ফার্মাসিষ্ট এবং ট্রেইনারগন মানবদেহের যাবতীয় জটিল ও কঠিন রোগতত্ত্বের উৎস সমূহ, সার ও বিষযুক্ত উৎপাদিত দৈনন্দিনের খাদ্য তালিকার নানানমূর্খী খাদ্য গ্রহন ও চিকিৎসার নামে অপচিকিৎসা এবং মানহীন নকল ও ভেজাল ঔষধের প্রয়োজনের তুলনায় অনিয়ন্ত্রিত অত্যাধিক ঔষধের ব্যবহার ও কুচিকিৎসার কারনে মানবদেহের মধ্যে নানান দূঃভেদ্য রোগের উৎপত্তি ও রোগীর অকাল মৃত্যু ঘটে থাকে ! উপস্থিত বক্তব্যে বক্তব্য প্রদান করেন জনাব মামুন আর রসিদ,সাইফুল ইসলাম, জাহারুল ইসলাম জীবন,আরিফুল ইসলাম, ডা. জহিরুল ইসলাম,মাহামুদুল হাসান সায়েম,ইমতিয়াজ কামাল,মোস্তাক আহাম্মেদ,মোঃ লোকমান হোসেন সহ উপস্থিত আগত অন্যান্য অতিথিবৃন্দ। কোম্পানির উত্তর উত্তর সমৃদ্ধ সাফল্য ও সফলতা এবং সুনাম সুখ্যাতি গুডউইল সহ সকলের কাছে আরগন ফার্মাসিউটিক্যাল লিঃ কে সকলের দোড়গোড়ায় পৌঁছে দিবার লক্ষ্যে ও সেলস্ এন্ড মার্কেটিং পলিসিকে ডেভেলপমেন্ট করতে জোরালো গুরুত্ব আরোপ করা হয় এবং উপস্থিত সকল অতিথিদের বক্তব্যে সকলেই কিভাবে মানবদেহেকে সুস্থ্য ও রোগমুক্ত রাখা যায় এবং সুস্থ্য জীবনধারায় স্বাভাবিক মৃত্যু প্রর্যন্ত জীবনমান প্রবাহ করা যায় তাহার উপরে অধিকতর গুরুত্ব আরোপ করা হয়ে।আজকের অনুষ্ঠিত সভার সভাপতি ও কোম্পানির সত্বাধিকার জনাব মোহাম্মদ আবু বকর মিয়া সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।