আজ পহেলা ফাল্গুন
বিশেষ প্রতিনিধি- জাহারুল ইসলাম জীবন।
**ফাঁগুনের আগুন হাওয়ায়
মন মজেছে বসন্তে,
কোকিলের কুহুকণ্ঠের শুরের মূর্ছনায়,
মন মেতেছে কোন এক,
অজানা প্রেমের প্রকৃতির কলবরে।
ফুল ফুঁটেছে গাছে গাছে,
পাখিরা তাই নৃত্যে নাচে।
ভমরেরা মধুর তানে,
গুঁনগুঁনিয়ে ফুলে ফুলে ব্যস্ত সময় কাঁটাইতেছে।
কৈশোরের দূরন্তপনার হিমেল হাওয়ায়,
সরিষা ফুলের হলুদ রংঙ্গের দোলায় লাল ফুল ফুঁটেছে দূরের এ শিমুল গাছে।
ফাঁগুনের আগমনে মন ছুঁতে চাই,
বাংলা মায়ের প্রকৃতির কলবরে মেঁঠো পথের পাড়া গাঁয়ের হৃদয় নিংড়ানো আঙ্গিনা।
বাবলা গাছের শ্যামল ছাড়ায়,
রাখাঁলের বাশেঁর বাশিঁ আর গ্রাম বালিকার মিষ্টি হাঁসি আজ বাবার কাছে বায়না ধরেছে-
গাঁয়ের পাশে ফাঁগুনের গ্রাম্মো মেলায় যাইতে।
পিঁঠা পুলি তৈরিতে,ব্যস্ত সব মায়ের পাশে।
মেঁঠো গানের যাত্রা পালায় মেতেছে সব রাতের বেলায় পুতুল নাচের গীতিমালায়,
সূরের তালে সবাই হাঁসে,এইতো আমার স্বদেশ-
ষড়ঋতূর রূপো বৈচিত্র্যময় বাংলাদেশ।প
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com