বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

বিজ্ঞপ্তি : বাংলাদেশের সবগুলো বিভাগের প্রতিটি জেলা, উপজেলা কলেজপর্যায়ে সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ চলছে। যারা অনলাইন সংবাদ প্রকাশনার সাথে সংবাদ প্রতিনিধি হিসাবে কাজ করতে ইচ্ছুক তারাই কেবল এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারবেন। আগ্রহী দক্ষ সংবাদ প্রতিনিধিদের আমাদের কাছে -মেইল মারফত সিভি জমা দিতে হবে। www.dainikcrimesin@gmail.com আপনার সিভি জমা দেয়ার পর থেকে প্রতিনিধি বাচাই কার্যক্রমে নিয়োজিত টিম আপনাদের সিভি পর্যালোচনা করে -মেইল মারফত বা মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের জানাবে সংবাদ প্রতিনিধি হিসাবে কাজ করতে পারবে কি না। মোবাইল: ০১৭১১-০০৭২৭২

ব্রেকিং নিউজ :
সিলেট বিভাগের বর্ষসেরা ! সাংবাদিক মৌলভীবাজারে ইকবাল হোসেন রিংকু । দৈনিক ক্রাইমসিন বেজুড়া মারকাযুল কোরআন মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ পাগড়ি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্টান । দৈনিক ক্রাইমসিন মাধবপুরে ! জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন।দৈনিক ক্রাইমসিন মাধবপুরে ! ভারতীয় চোরাই পণ্য উদ্ধার: গ্রেফতার ১।দৈনিক ক্রাইমসিন মাধবপুরে !গলায় ফাঁস দিয়ে চা শ্রমিকের আত্মহত্যা।,দৈনিক ক্রাইমসিন মাধবপুরে ! ট্রাকের ধাক্কায় প্রাণ ঝড়ল অটোরিকশা যাত্রীর । দৈনিক ক্রাইমসিন মাধবপুরে দেশ রূপান্তরের প্রতিষ্টাবার্ষিকী পালিত । দৈনিক ক্রাইমসিন মাধবপুরে ফেনসিডিল #পাচারকালে নারী আটক। দৈনিক ক্রাইমসিন হবিগঞ্জের মাধবপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির। দৈনিক ক্রাইমসিন মাধবপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন l দৈনিক ক্রাইমসিন

হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড় ।দৈনিক ক্রাইমসিন

হাফিজুর রহমান, বরগুনা:

হারিয়ে যাচ্ছে বরগুনার আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেজুর গাছ ও সুস্বাদু খেজুরের রস ও গুড়। রস আহরণে গাছিরা কোমরে দড়ির সাথে ঝুড়ি বেঁধে ধারালো দা দিয়ে নিপুণ হাতে গাছ চাঁচাছোলা ও নলি বসানোর কাজ এখন আর দেখা যায়না। এখন আর তেমন চোখে পড়েনা গ্রাম বাংলার সেই দৃশ্য, তেমনি দুষ্প্রাপ্য হয়ে উঠেছে খেজুরের রসও। অথচ খেজুর গাছ হারিয়ে গেলে এক সময় হারিয়ে যাবে খেজুর রস ও খেজুর গুড়ের ঐতিহ্য।
দেখা মেলে না শীত মৌসুমের শুরুতেই গ্রামাঞ্চলে খেজুর রসের ক্ষির, পায়েস ও পিঠে খাওয়ার ধুম। এখন আর আগের মত খেজুরের রসও নেই, নেই সে পিঠে পায়েসও। বরগুনা সদর, বেতাগী, তালতলী, আমতলী, পাথরঘাটা ও বামনায় সুস্বাদু এই খেজুরের রস আগুনে জ্বাল দিয়ে বানানো হতো বিভিন্ন রকমের গুড়ের পাটালি ও নালি গুড়। খেতেও যেমন সুস্বাদু, চাহিদাও ছিল ব্যাপক।

সরেজমিন বরগুনা সদরের আয়লা-পাতাকাটা ইউনিয়নের খাজুরতলা গ্রামের হানিফ হাওলাদার, বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামের হামেদ মৃধা৷ বলেন, আগে আমাদের দারুণ কদর ছিল, মৌসুম শুরুর আগ হতেই কথাবার্তা পাকা হতো কার কটি খেজুর গাছ কাটতে হবে। কিন্তু, আগের মতো তেমন খেজুর গাছও নেই আর গ্রামের লোকেরাও এখন আর কেউ ডাকেনা। 

খেজুর গাছ হারিয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে- ইট ভাটায় জ্বালানী হিসাবে ব্যবহারের জন্য বেপরোয়া খেজুর গাছ নিধন। এতে দিনে দিনে বরগুনা জেলাজুড়ে আশংকাজনক হারে হ্রাস পাচ্ছে খেজুরের গাছ। 

এ বিষয়ে বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু সৈয়দ মোঃ জোবায়দুল আলম বলেন, যত্রতত্র ইট ভাটা গড়ে ওঠায়, ভূপৃষ্ঠের রুপ পরিবর্তন ও জলবায়ু পরিবর্তনের ফলে পানির স্তর নীচে নেমে যাচ্ছে। এছাড়া অসাধু ব্যাক্তিরা ইট ভাটাসহ বিভিন্ন কাজে অধিক মুনাফার লোভে খেজুর গাছ জ্বালানী হিসেবে ব্যবহার করছে। যে কারণে বরগুনাসহ বিভিন্ন অঞ্চলে খেজুর গাছ কমে যাচ্ছে। আর এই ঐতিহ্যকে ধরে রাখতে হলে সরকারি-বেসরকারি উদ্যোগে আমাদের বেশি বেশি খেজুর গাছ রোপন করতে হবে। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত