বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:১৭ পূর্বাহ্ন
হৃদয় এস এম শাহ্-আলম স্টাফ রিপোর্টারঃ
হবিগঞ্জ জেলা ম্যাক্সি মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৮ জানুয়ারি ২০২৩) তারিখে সকল থেকে বিকাল পর্যন্ত হবিগঞ্জ মালিক সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ করা হয়েছে।পরে বিকাশ ৪ঘটিকার সময় ফলাফল ঘোষণা করা হয় এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক হৃদয় এস এম শাহ্-আলম, সংকর বাবু সহ অনেকেই।
উক্তি নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা ১৩ জন নির্বাচিত ০৭জন।নব দায়িত্ব প্রাপ্ত নির্বাচিত সভাপতি পদে মোঃ সাইদুর রহমান চেয়ার মার্কায় ৪৫ ভোটে নির্বাচিত, সহ-সভাপতি হাজি আঃ সালাম আম মার্কায় ৪১ ভোটে নির্বাচিত,বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সম্পাদক পদে জিয়াউর রহমান জিতু নির্বাচিত,সহ-সম্পাদক পদে মোঃ জলিল মিয়া ফুটবল মার্কায় ৫০ ভোটে নির্বাচিত, অর্থ সম্পাদক পদে সুমন মিয়া বই মার্কায় ৩৩ ভোটে নির্বাচিত,লাইন সম্পাদক পদে সায়েদ মিয়া মাছ মার্কায় ৪১ ভোটে নির্বাচিত,সদস্য পদে রাজু চন্দ্র ঘোড়া মার্কায় ৩৪ ভোটে নির্বাচিত হয়েছেন।