মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১১:২৯ অপরাহ্ন
দৈনিক ক্রাইমসিন ডেস্ক:
হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ লাখাই উপজেলার সিংহগ্রাম থেকে ৭০০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।আটককৃতরা হলো সিংহগ্রামের লাউফ মিয়ার স্ত্রী রোকেয়া বেগম(৩৫) এবং একই গ্রামের মুসলিম মিয়ার পুত্র কুদ্দুস মিয়া(৩৮)।রোকেয়া বেগমের কাছ থেকে ২০০ টি ও কুদ্দুস মিয়ার কাছ থেকে ৩০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
লাখাই থানায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই রিয়াজ উদ্দিনের দায়েরি মামলা সূত্রে জানা যায় গোপন সূত্রে ইয়াবা বেচাকেনার খবর জানতে পেরে ৫ জানুয়ারী বিকাল ৪ ঘটিকার সময় লাখাই উপজেলার সিংহগ্রাম গ্রামে অভিযান চালিয়ে রোকেয়া বেগম ও কুদ্দুস মিয়াকে আটক করা হয়।
দেহ তল্লাশী করে রোকেয়া বেগমের হাতে থাকা নীল রঙের দুইটি জিপার ব্যাগ থেকে ২০০ টি ও কুদ্দুস মিয়ার গায়ে থাকা জ্যাকেটের ভিতরে রক্ষিত থাকা অবস্থায় ৩০০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ইয়াবার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।জিজ্ঞাসাবাদে আটক রোকেয়া ও কুদ্দুস জানায় তারা পরস্পর যোগসাজশে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে এনে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকার মাদকসেবীদের সরবরাহ করতো।আটক রোকেয়ারর কোলে থাকা ২০ মাস বয়সী শিশুসন্তান ফাতেমাকে গোয়েন্দা পুলিশ এসময় নিয়ে আসে।লাখাই থানায় মাদক আইনে মামলা হয়েছে।জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ শফিকুল ইসলাম লাখাইর সিংহগ্রাম থেকে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।