বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৩:৪০ পূর্বাহ্ন
দৈনিক ক্রাইমসিন ডেস্ক:
মাধবপুর থানা পুলিশ উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড়ড়া গ্রাম থেকে ১৮ টি চোরাই মোবাইল ও ১টি ল্যাপটপ উদ্ধার করেছে। এসময় হযরত আলী সিয়াম নামের এক চোরাই মোবাইল ব্যবসায়ীকে আটক করা হয়।তিনি কড়ড়া গ্রামের ছায়েদ আলীর পুত্র।
পুলিশ জানায়,তাদের কাছে খবর ছিল হযরত আলী সিয়াম দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে আইএমইআই নম্বর পরিবর্তন করে চোরাই মোবাইল ক্রয় বিক্রয়ের ব্যবসায় করে আসছে ।
বুধবার (২৫ জানুয়ারী) গভীর রাতে মাধবপুর থানার এসআই রাজিব রায়,এসআই শুভ দে ও এএসআই জাহাঙ্গীর হযরত আলী সিয়ামের বাড়িতে অভিযান চালিয়ে ১৮ টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট ও ১ টি আসুস ব্র্যান্ডের ল্যাপটপ উদ্ধার করে।
উদ্ধারকৃত মোবাইল ও ল্যাপটপের দাম ৪ থেকে ৫ লাখ টাকা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা হয়েছে।আটক আসামীকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে। মাধবপুর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক চোরাই মোবাইল উদ্ধার ও ১ জন আটকের সত্যতা নিশ্চিত করেছেন