বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:২৪ পূর্বাহ্ন
দৈনিক ক্রাইমসিন ডেস্ক:
বৃহস্পতিবার(১২ জানুয়ারি)ঢাক-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজীবাজার গ্যাস ফিল্ড এলাকার মানিকপুরে মাইক্রোবাসের সাথে ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় অপর ২ জন আহত হয়েছে।
ভোর ৫ টার সময় বৃহস্পতিবার সিলেটগামী একটি ট্রাক সিলেট অভিমুখিএকটি মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। মাইক্রোতে থাকা যাত্রীরা গুরুতর আঘাতপ্রাপ্ত হলে আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর সেখানে আব্দুল মালেক নামক একজনের মৃত্যু হয়।
নিহত আব্দুল মালেক শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখোলা গ্রামের শুকুর আলীর পুত্র। আহতদের নাম পরিচয় জানা যায়নি। দূর্ঘটনাকবলিত গাড়ী দুটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।