বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:৪২ পূর্বাহ্ন
ইসলামিক ডেক্স :
সালাম হচ্ছে শান্তি বর্ষণের প্রার্থনা বাক্য। শান্তি প্রত্যাশার আহ্বানও হওয়া চাই শান্তিময়। যাকে সালাম দেওয়া হচ্ছে সে যেন উত্তমরূপে শুনতে পারে আবার আশপাশে অন্যান্য লোক থাকলে তাদেরও যেন অসুবিধা না হয়। সেদিকে খেয়াল রাখা।
নবীজি (সা.) তাঁর বাস্তব জীবন চরিতের মাধ্যমে আমাদের এ শিষ্টাচারই শিক্ষা দিয়েছেন। হজরত মিকদাদ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবীজি (সা.)-এর জন্য তাঁর অংশের দুধ রেখে দিতাম। তিনি রাতের বেলায় আসতেন এবং এমনভাবে সালাম দিতেন যে, তাতে কোনো ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হয়ে যেত না আবার জাগ্রত ব্যক্তিও উত্তমরূপে শুনতে পেত। সুতরাং নবীজি (সা.) তাঁর অভ্যাসমতো এসে সালাম দিলেন, যেমন তিনি সালাম দিতেন। (মুসলিম : ২০৫৫; তিরমিজি : ২৭১৯)