বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৩:২৩ পূর্বাহ্ন
ত্রিপুরারী দেবনাথ তিপু হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা রাজমিস্ত্রি মাহমুদ মিয়ার (৪০)। ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অভাব অনটনের সংসারে জীবিকার তাগিদে বাড়িতে স্ত্রী ও শিশু সন্তান রেখে কুমিল্লায় রাজমিস্ত্রির কাজ করতেন মাহমুদ। বাড়ি যাবেন। তাই বাচ্চাদের জন্য নতুন কাপড় নিয়ে বুধবার কুমিল্লা থেকে পাহাড়িকা ট্রেনে বাড়ি আসার জন্য রওয়ানা হন। দুপুর ২টার দিকে ট্রেনটি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে থামলে মাহমুদ নামতে গিয়ে হোঁচট খেয়ে ট্রেনের নিচে পড়ে যান। ট্রেন ছাড়লে তার পা কাটা পড়ে। প্রথমে তাকে হবিগঞ্জ সদর হাসপাতাল পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার ২রা ফেব্রুয়ারী সকাল বেলা ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাদশা বিষয়টি নিশ্চিত করে বলেন, অসাবধানতাবশত মাহমুদ মিয়া ট্রেনের নিচে পড়ে যান। সকালে ময়না তদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।