বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৩:৫৮ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি :
বিশ্ব ভালোবাসা দিবসে পিরোজপুরের মঠবাড়িয়ায় সহস্রাধিক মায়ের পা ধুয়ে সম্মান জানিয়েছে তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে ব্যতিক্রমী এ কর্মসূচি পালিত হয়। এ সময় শিক্ষার্থীদের মায়েদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে এক আবেগঘন পরিবেশের অবতারাণা ঘটে।
মিরুখালী স্কুল অ্যান্ড কলেজ, মিরুখালী নূরাণী মাদরাসা ও মিরুখালী কিন্ডারগার্টেনের সহস্রাধিক শিক্ষার্থী তাদের মায়েদের ফুল দিয়ে বরণ করে নেয়। পরে শিক্ষার্থীরা নিজ-নিজ মায়ের পা ধুয়ে ভালোবাসা ও শ্রদ্ধা জানায়। এ সময় মায়েরা তাদের সন্তানের মাথায় হাত রেখে আর্শিবাদ করেন।
মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, পিরোজপুর জেলা পরিষদ সদস্য রোকেয়া বেগম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদা আক্তার, মিরুখালী ইউপি চেয়ারম্যান আবু হানিফ খান, নারী নেত্রী অ্যাড. নাসরিন জাহান, নারী ইউপি সদস্য মারুফা আক্তার, শিক্ষকা নাসরিন আক্তার, এটিএম কাওসার, পারভেজ তালুকদার প্রমুখ।
শেষে মায়েদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনায় আরো দুটি শিক্ষা প্রতিষ্ঠান মিরুখালী নূরাণী মাদরাসা ও মিরুখালী কিন্ডারগার্টেনে সহস্রাধিক শিক্ষার্থী লেখাপড়া করে আসছে। ২০১৮ সাল থেকে এ তিনটি প্রতিষ্ঠান সম্মিলিতভাবে মা দিবস ও বিশ্ব ভালোবাসা দিবসে মায়েদের সম্মান জানাতে নানা কর্মসূচির আয়োজন করে।