বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:০০ পূর্বাহ্ন
দৈনিক ক্রাইমসিন ডেক্স :
মাধবপুরে সাংবাদিকের পকেট থেকে মোবাইল চুরি করে সটকে পড়ার সময় ধরে পেয়ে ছিনতাইকারীকে ঝাঁপটে ধরে আটক করেছেন দৈনিক আমার হবিগঞ্জ স্টাফ রিপোর্টার এফএম খন্দকার মায়া।
পরে পুলিশ মোবাইল চোরকে থানায় নিয়ে আসে। জানা যায় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার এফএম খন্দকার মায়া আজ(১০ জানুয়ারী) দুপুরে ব্যক্তিগত কাজে পুবালী ব্যাংক মাধবপুর শাখায় আসেন। ব্যাংক প্রবেশ করার মুহুর্তে আগে থেকে ওৎ পেতে থাকা চোর মায়ার পকেট থেকে রেডমি নোট সেভেন মোবাইল ফোন সেটটি চুরি করে।মুহুর্তের মধ্যেই টের পেয়ে তিনি পাশে থাকা একজনকে ঝাঁপটে ধরেন।সন্দেহভাজন চোর তখন মোবাইলটি মাটিতে ফেলে দেয়।ঘটনা জানাজানি হলে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট নিকুঞ্জ দেবনাথ এগিয়ে এসে মোবাইল চোরকে থানায় নিয়ে আসে।থানা হাজতে থাকা মোবাইল চোর নিজেকে সুজন মিয়া বলে পরিচয় দিয়েছে।সে পশ্চিম মাধবপুর ১ নং ওয়ার্ডের মৃত খুর্শেদ মিয়ার পুত্র বলে জানিয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নিচ্ছেন বলে এফএম খন্দকার মায়া জানিয়েছেন।