বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:১২ পূর্বাহ্ন
হৃদয় এস এম শাহ্-আলম স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটায় ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে।
বৃহস্পতিবার বিকালে ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান।
এসময় মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ও ছাতিয়াইন পুলিশ ফাড়ি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান সত্যতা নিশ্চিত করেছেন।