বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:৪৬ পূর্বাহ্ন
ত্রিপুরারী দেবনাথ তিপু হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে সদ্য প্রয়াত উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কার্যকরী সদস্য মোঃ শাহ আলম, প্রধান শিক্ষক, দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর বেজুড়া সপ্রাবির প্রধান শিক্ষক তোফাজ্জ্বল অালম খান স্যারের স্মরনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার ২রা ফেব্রুয়ারী উপজেলার মিলনায়তন স্বচ্ছতায় সমিতির সভাপতি সৈয়দ মোস্তাফিজুর ফয়সল এর সভাপতিত্বে ও সহঃসভাপতি পরিমল চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারন করেন উপজেলা শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান। আরো স্মৃতিচারণ করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার দ্বিজেন্দ্র চন্দ্র অাচার্য্য ও মোঃ রফিকুল ইসলাম, সমিতির উপদেষ্টা শেখ কামরুল হাসান, প্রধান নির্বাচন কমিশনার এস এম সামছুর রহমান, মোঃ মহিউদ্দিন, সিনিয়র সহঃসভাপতি কাজী নাজিম হোসেনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
অালোচনা শেষে মরহুমদ্বয়সহ মাধবপুর প্রাথমিক শিক্ষা বিভাগের সকল মৃত শিক্ষকদের রুহের মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়।
উপস্থিত ছিলেন উপজেলার সকল শিক্ষক বৃন্দ।